তোমার আছে বাঁশী আর আমার হাসি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০০:৪৪ দুপুর
তোমার আছে বাঁশী
আমার আছে হাসি
এই দুই মিলে
দু'জনে বেশ আছি
@
আমার নিবাশ এপারে
ভাবছ নাকি কি-করে
মিল হল দু'জনের
তোমার নিবাশ ওপারে
@
তুমি ছেলে ভাল
আমার রংটা কাল
সবই খোদার খেল
মনে মন মিলালো
@
রাখ তোমার বাঁশী
আসল কথায় আসি
বাফার কাকে বলে?
বলে ফেসে গেছি
@
বেয়াড়া মিডিয়া তোলপাড়
যাচ্ছে বেড়ে প্রেশার
ক্যামরাটাও রেখে দিলাম
ছবি তুলিনা আর
@
বিদেশ যাওয়া আসা
একটু মুখের হাসি
ক্যামরায় ছবি তোলা
এটাইতো পররাষ্ট্র নীতি
@
ভাল্লাগেনা দূর ছাই
হাতে কাজ নাই
পররাষ্ট্রনীতি এতো সোজা
আগে তো বুঝিনায়
বিষয়: বিবিধ
১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন