দোহায় লাগে আর কারো নজরে তুই পড়িসনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ জুন, ২০১৩, ০৬:১৪:৩০ সন্ধ্যা
দুনিয়া আঁধার
তোর রূপের বাহার
জানিনা কি পাইয়া, জ্ঞান হারায় হাজারো মাইয়া
কোন সে গোপন রহস্য আমার মাথায় আসেনা
দোহায় লাগে আর কারো নজরে তুই পড়িসনা।।
.
তোর রূপের মায়া
ছাইয়া ছাইয়া
নাচে হাজার ললনা, তবুও তোর মনতো পায়না
কোন সে গোপন রহস্য আমার মাথায় আসেনা
দোহায় লাগে আর কারো নজরে তুই পড়িসনা।।
.
ভাল হইয়া
চলরে ভাইয়া
নষ্টিফষ্টি ছাইড়া দে, চুদুর বুদুর আর করিসনা
সমাজটাকে সুস্থ রাখ আকাম আর বাড়াইসনা
দোহায় লাগে আর কারো নজরে তুই পড়িসনা।।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন