শিশুটির তরে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জুন, ২০১৩, ১১:৫৬:৩৮ সকাল
পথের ধারে হাজার শিশু
পথই তার ঠিকানা
আমরা কি ভাই সবাই মিলে
হাত বাড়াতে পারিনা!
.
একটা গান হয়ে যাক
একটা কবিতা হয়ে যাক
একটা প্রেম হয়ে যাক
একটা মন হয়ে যাক
শিশুটির তরে
.
একটা দেশ হয়ে যাক
একটা পৃথিবী হয়ে যাক
একটা স্বপ্ন হয়ে যাক
একটা আকাশ হযে যাক
শিশুটির তরে
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন