বাঁচাতে ছাল বলুন বাকশাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৫:৪৫ সকাল
তুমি আমার বন্ধু
নইলে আমার শত্রু
একটা কিছু হতেই হবে
ছাড় পাবেনা কিন্তু
@
বন্ধু হলে কাছে এসো
হাতে হাত মিলাই
আমি যখন মিয়াও বলি
বুঝবে তুমি বিলাই
@
ভুলেও যদি
কর তুমি ঘেউ
লেজটা তোমার কেটে নেব
টের পাবেনা কেউ
@
শুন এবার
বলেই ফেলি ভনিতা ছাড়ায়
মনে যত বেদনায় থাকুক
মুখে যেন থাকে বাকশাল চাই
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন