নষ্ট সুখ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ জুন, ২০১৩, ০৭:৩৭:৩৪ সন্ধ্যা
আর কত নষ্ট হবি
পষ্ট করে বল
মনে যখন এতই রং
টান বাজার চল
.
পয়সা পাবি সংগী পাবি
পাবি কত কি
নিত্য রাতে বাসর পাবি
হবি শাহজাদি
[বাকপ্রবাস]
বর্তমান সরকার সমকামিদের অধিকারের পক্ষে : (..........)
এপ্রিল জেনেভায় অনুষ্ঠিত ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বলেছেন লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার মানুষদের (সংক্ষেপে এলজিবিটি) অধিকার সংরক্ষণের স্বীকৃতিদানের কথা; সাংবিধানিকভাবে তাদের সমঅধিকার ও স্বাধীনতা থাকার কথাও বলেন তিনি।
কয়েক মাস আগে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির একটি অনুষ্ঠানে ঘোষণা দেন যে, জাতীয় আইন কমিশনের সহায়তায় তার কমিশন একটি আইনের খসড়া তৈরির কাজ করছে যেটি ব্যক্তির যৌনজীবনের কারণে তার প্রতি বৈষম্য নিষিদ্ধ করবে।
তথ্যসূত্র : বিডিনিউজ
বিষয়: বিবিধ
১৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন