সেতু কাব্য

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৪:২৪ সকাল



(১)

ঝুলিয়ে রেখে মুলাটা

রাখতে গিয়ে রেশটা

রং মেখে সং সেজে

পার পেলনা শেষটা

(২)

দুই আবুলে পাজ্ঞা লড়ে

সমানে সমান গা গতরে

পদ্মার তীরে চর পড়ে যায়

সাবাস সাবাস অহংকারে

(৩)

আমও গেল ছালাও গেল

চোরের মা'র বড় গলা

ভিক্ষা চাইনা উপোষ থাকুম

ঢোলের বাড়ি জাতির খালা

(৪)

এতো কথা এতো কান্ড

করল যারা চার বছরে

কড়ায় গন্ডায় হিসেব হবে

নির্বাচনটা আসলে পরে

(৫)

কেমন করে মুখটা দেখাও

লজ্জাও কি নাই ছিঃ

বাচাল কি আর শুনবে কথা

বললেতো বলবেন বলছি

বিষয়: সাহিত্য

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File