কবিতার বই বের হচ্ছে, প্রতিবাদ জানাচ্ছি হতে দেবনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ মে, ২০১৩, ০২:৪০:২০ দুপুর



অবাক হলেন!

ছবিটা দেখে নিশ্চয় চিনতে পেরেছেন

আমি নিশ্চিত

যারা টুডে ব্লগে থাকেন চিনতে পারবেন

@

আমাদের দ্য স্লেভ ভাই

বলে কিনা কবিতার বই বের করতে চায়

আমিও বলতে চাই

আমরা থাকতে তা হবার উপায় নাই

@

এবার তাহলে

বলি আসল ঘটনা

বই বের হবে ঘর থেকে

প্রেস থেকে না

@

বিশ্বাস নাহয় তো

নিজেই গিয়ে দেখুন

"আমি কবি" পোষ্ট এর

কমেন্ট গুলো পড়ুন

@

কমেন্ট নাম্বার

লাকি সেভেন লিখেছেন "কবিতা"

স্বল্প জ্ঞানে ধরেনা মাথায়

ভাইয়া এটা কি কবিতা! নাকি টবিতা!

@

জবাবে কি

লিখেছেন কবি "দ্য স্লেভ"

লিংকটা দিয়ে দিলাম

ঘুরে আসাটাই বেষ্ট

@

গোমর ফাঁস

করলেন তবে সেলিম জাহাঙ্গীর ভাই

দু'জন মিলে প্রমাণ করিলেন

আমাদের কবিতা পড়ার দীনতা-য়!

লিংক: Click this link

[কবিতা লিখেছেন : আপনি এটা কবিতা না টবিতা লেখছেন আমার অল্প জ্ঞানে বুঝতে পারলাম না বলে দুঃখিত।

@

দ্য স্লেভ লিখেছেন : ....ভাবছি শিঘ্রই কবিতার বই বের করে ফেলব Tongue মানে ঘরে কিছু পুরোনো কবিতার বই আছে,কবিতা আমি পড়িনা,ভালও লাগেনা তাই কবিতার বইগুলো বে করে ফেলব ভাবছি....(ঘর থেকে বাইরে) Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor]

কমেন্ট নাম্বার ১৬: জাহাঙ্গীর লিখেছেন : দ্য স্লেভ এই কবিতাটি

অনেক কবিতার লাইন নিয়ে সংকলিত একটি কবিতা।

বিষয়: বিবিধ

১৫৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File