নিতান্তই একান্ত (২)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মে, ২০১৩, ০৩:১০:৫৫ দুপুর
আত্মপরিচয় সংকটে ভূগছি আমরা, আমারা কি বাংগালি নাকি বাংলাদেশী এটা নিয়ে রাজনীতি কম হয়নি, হচ্ছে এখনও, যারা বাংগালী বলতে স্বাচ্ছন্দ বোধ করে তারা নিজেদের পাসপোর্টটা একটু ঘেটে দেখবেন, ওখানে লিখা আছে জাতীয়তা বাংলাদেশী, তার মানে দাঁড়ালো! বাংগালি বলাটা কি সংবিধন লংঘন হবে! এ ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞরা ভাল বলতে পারবেন, আমাদের আরো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তাদের অবস্থান কি হবে সেটাও ভাবার বিষয় রয়ে গেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমাদের জাতীয় পরিচয়ে কি ইসলামের কোন নিশানা থাকবে কিনা, কিংবা রাখা হবে কিনা সেটাও এখন প্রশ্নের সম্মুখীন, সংবিধান থেকে ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে ইসলাম এর অনুসংগগুলো, বিশেষত শাহবাগ একটা প্লাটফর্ম দাঁড়িয়ে গেছে যাদের কাছে সকল ধর্ম সমান অধীকার বহন করবে, এ ব্যাপারে সংখ্যাগরিষ্ঠের যে গণতান্ত্রিক মতামত সেটা আর প্রযোজ্য রাখতে ইচ্ছুক নন তারা, তায় সমতা আনার জন্য তারা চাইছে যেহেতু সব ধর্মকে প্রাধন্য দেয়া সম্ভব নয় তাই ইসলামটাও বিদায় দেয়া হোক, এমন একটা পরিস্থিতিতে শাহাবাগ এর চাইতে আরো বিশাল আয়োজন করে হাজির হল শাপলা চত্বর, তারা চাইছে আমাদের পরিচয় হবে ইসলামি জাতিয়তার ভিত্তিতে, ইসলামকে প্রাধন্য দিয়েই চলবে দেশ, এমন অবস্থায় আমি ব্যাক্তিগত ভাবে আত্মপরিচয় সংকটে ভূগছি, আমার পরিচয় কি হবে? একটা রাষ্ট্রের অংশ হিসেবে একজন ব্যাক্তির কি পরিচয় আমার কাছে এতদিন বিষয়টা ঘোলাটে ছিল কিন্তু বর্তমান সরকার আসার পর আর ঘোলাটে নেই, ওটার যেন মৃত্যু হয়েছে, তাহলে বিশ্বের কাছে আমাদের পরিচয় কি হবে! সেই প্রশ্নটা আমার কাছে প্রকট হয়ে ধরা দিয়েছে, আপনাদের কাছে সমাধান চাইছি, কি আমার পরিচয়?
বিষয়: বিবিধ
১৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন