তুই যে আমার উমামা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ মে, ২০১৩, ১২:২২:৫৪ দুপুর
তুই যে এমন মধুর করে
ডাকছিস আমায় বারে বারে
আসব তবে শর্ত আছে
বড় হওয়া চলবেনা
তুই যে আমার উমামা
#
হয়তো আমি অনেক দূর
যাচ্ছে চলে সকাল দুপুর
কত রাত দিন চলে যায়
তবুও তুই আমার নিত্য ভাবনায়
#
কথা দে তুই আর বড় হবিনা
তুই যে আমার ছোট্ট উমামা
#
যখন শুনি তোর মুখে
বাবা তুমি আসবে কবে
আমার কি আর সাধ্য আছে
তোকে ছাড়া বিদেশ ভবে
#
আসছি আমি রাগ করনা
শর্ত আছে বড় হওয়া চলবেনা
তুই যে আমার উমামা
বিষয়: বিবিধ
১৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন