গুডবাই ব্লগ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ মে, ২০১৩, ০১:৪৬:০২ দুপুর



মেজাজ ভীষণ কড়া

আসবনা আর ব্লগে

লিখবনা আজ ছড়া

বউ আছেন রেগে!

@

কিসের এতো পিরিত

ফেসবুক, ব্লগ, টুইটার

এবার লাষ্ট আলটিমেটাম

ওসব চলবেনা আর

@

আমিও বলেছি হুম!

আর যদি মাড়াই

চোখ যেদিকে যায়

যেও আমাকে ছাড়ায়

@

এবার একটু হাসো

দেখি লক্ষি সোনা

কথা দিলাম ওপথে

ভুলেও আর যাবনা

@

বউ এখন কিচেনে

হাড়ি পাতিল রান্না

সুযোগটা পেয়ে গেলাম

ভুলেও কিন্তু বলবেননা

@

ব্লগ ছাড়াকি আর

মন টেকে বলুন

থাকুক যতই ঝড়ঝাপটা

ঘুরে আসি চলুন

বিষয়: বিবিধ

১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File