মিলন মেলার পরের মেলা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ মে, ২০১৩, ০২:৪৮:৩০ রাত

মিলন মেলার পরে আবার

জমল কবির মেলা

প্যারিস থেকে আমি যেন

কবিয়ালের চেলা

Rose

ছন্দের জাদুকর

আবু আশফাক ভাই

কথায় কথায় ছন্দ মেলায়

যার তুলনা নাই

Rose

আজকের মেলাতে

ছিলেন তুলনাহীন

সে-যে আর কেহ নন

প্রবাসী আব্দুল্লাহ শাহীন

Rose

আধাশিক্ষিত ভাই

পুরা ফাঁকিবাজ

মেলাটা জমে যখন

বেড়ে যায় কাজ

Rose

জারীর ভাই আজও

মেরেছিলেন ঢু

সংগী সাথি না পেয়ে

উড়ে গেলেন ছোঃ

Rose

খেয়েছেন নাকি খেজুর

সিটিজি৪বিডি

গাফ্ফার ভাইকে বিয়ে দিলাম

পাত্রি গোলাপি

Rose

দরজাটা খোলা পেয়ে

রসিক শেখের পোলা

আল্লাহর উপর ছেড়ে দিলেন

গণহত্যার মামলা

Rose

জারার হাতের মিষ্টি দেখে

তরিকুলের হাত ধরে

তিতুমীরও এসেছিল

বাঁশেরকেল্লা ছেড়ে

Rose

মিলন মেলার পরের মেলা

জমে গেছে ভাই

ঘুমের বালিশ ডাকছে আমায়

এবার বিদায় চাই

Rose

মিলনমেলায় ছিলেন যারা

টাটা বাইবাই

আবার হয়তো হবে দেখা

শনিবারের মেলায়

Rose

(একবার লিখে হঠাৎ মিসফিংগার হয়ে লিখটা হাওয়া হয়ে গেল, খুব কষ্ট পেলাম, একবার লিখা কোন কিছু দ্বিতীয়বার লিখা খুবই কষ্টের তবুও আবার লিখলাম এবং প্রথমবারের মতো মন ভরে লিখতে পারিনি, কিছুটা অতৃপ্তি রয়ে গেল)

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File