মিলন মেলার পরের মেলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ মে, ২০১৩, ০২:৪৮:৩০ রাত
মিলন মেলার পরে আবার
জমল কবির মেলা
প্যারিস থেকে আমি যেন
কবিয়ালের চেলা
ছন্দের জাদুকর
আবু আশফাক ভাই
কথায় কথায় ছন্দ মেলায়
যার তুলনা নাই
আজকের মেলাতে
ছিলেন তুলনাহীন
সে-যে আর কেহ নন
প্রবাসী আব্দুল্লাহ শাহীন
আধাশিক্ষিত ভাই
পুরা ফাঁকিবাজ
মেলাটা জমে যখন
বেড়ে যায় কাজ
জারীর ভাই আজও
মেরেছিলেন ঢু
সংগী সাথি না পেয়ে
উড়ে গেলেন ছোঃ
খেয়েছেন নাকি খেজুর
সিটিজি৪বিডি
গাফ্ফার ভাইকে বিয়ে দিলাম
পাত্রি গোলাপি
দরজাটা খোলা পেয়ে
রসিক শেখের পোলা
আল্লাহর উপর ছেড়ে দিলেন
গণহত্যার মামলা
জারার হাতের মিষ্টি দেখে
তরিকুলের হাত ধরে
তিতুমীরও এসেছিল
বাঁশেরকেল্লা ছেড়ে
মিলন মেলার পরের মেলা
জমে গেছে ভাই
ঘুমের বালিশ ডাকছে আমায়
এবার বিদায় চাই
মিলনমেলায় ছিলেন যারা
টাটা বাইবাই
আবার হয়তো হবে দেখা
শনিবারের মেলায়
(একবার লিখে হঠাৎ মিসফিংগার হয়ে লিখটা হাওয়া হয়ে গেল, খুব কষ্ট পেলাম, একবার লিখা কোন কিছু দ্বিতীয়বার লিখা খুবই কষ্টের তবুও আবার লিখলাম এবং প্রথমবারের মতো মন ভরে লিখতে পারিনি, কিছুটা অতৃপ্তি রয়ে গেল)
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন