আমরা জানান দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ মে, ২০১৩, ০৫:২০:৪১ বিকাল



আমার দেশ, মাহমুদুর রহমান শব্দ দু'টির ব্যাপ্তি আজ ছাড়িয়ে গেছে গোটা বিশ্ব, এই দু'টি শব্দ আজ আর কোন ব্যাক্তি বা একক কোন সংজ্ঞা বহন করেনা, এই দু'টি শব্দ এখন বহন করছে জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার এবং ধরে রাখার এক তীব্র আন্দোলন, মাহমুদুর রহমান চাইলে দেশ থেকে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করতে পারতেন তবুও রিমান্ড এর ভয় অপেক্ষা করে মৃত্যুর মুখে ঠেলে দিলেন নিজেকে, হয়তো আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্য, হয়তো আমাদের ভালবাসাকে উপেক্ষা করতে পারেননি বলে, আমরাও তার এবং আমার দেশ এর হাত ধরে যেতে চেয়েছি আরো দূর অনেক দূর যেখানে সবাই এক হয়ে আমাদের অমিয় সম্ভবনার দেশটা গড়ব

মাহমুদুর রহমান আজ কারাবন্দী, আমার দেশ পত্রিকায় সীলগালা, মৃত্যু পথযাত্রী যখন শেষ সময়ে একটু পানি খুঁজে হয়তো পানি পেলে মৃত্যুটা একটু বিলম্ব হবে সেই আশায়, ঠিক তেমনি আজ আমার দেশ মৃত্যু পথযাত্রী, মাত্র দু'টাকা করে সাহায্য চেয়েছে, সেটা ভিক্ষা হিসেবে নয়, অনলাইন জগতে হলেও একটু বেঁচে থাকার তাগিদে, এবং সেটা নিজেদের জন্য নয় এই দেশটার জন্য, এই চেরাগ নিভে গেলে আমাদের আপাত শেষ প্রতিবাদের স্থল বা স্থানটা হারাবো সেটা নির্দ্বিধায় বলা যায়

আমি এবং আমার মতো সবাই মাহমুদুর রহমান এবং আমারদেশকে উৎসাহ যুগিয়েছি সেটা পত্রিকা কিনে, পত্রিকা পড়ে, অনলাইন জগতে বার্তা পাঠিয়ে ইত্যাদি উপায়ে, আজকে যখন আমাদের উৎসাহে সাড়া দিয়ে এই দুটি প্রতিষ্ঠান মৃত্যু পথযাত্রী তখন আমাদের নিজেদের কাছে প্রশ্ন আমরা কি সাড়া দিচ্ছি! এতদিন যেটা আমরা মুখে বলেছি, কাজে কি তার প্রমাণ দিচ্ছি? যারা দিচ্ছেন তাদের জানায় আন্তরিক সাধুবাদ আর জারা এখনো চুপ করে আছেন প্লিজ নিজেকে একবার প্রশ্ন করুন আপনার করনিয় কি হতে পারে, আর কিছু না হোক দৈনিক দুই টাকা হারে মাসিক ৬০ টাকা দেবার যোগ্যতা কি আমাদের হবেনা!

আমি একজন ক্ষুদ্র একক হয়তো আমি পারছিনা বিশাল কিছু করার, তবুও ব্যাক্তিগত দায়বদ্ধতা থেকে আমার অতি প্রিয় ব্লগার মইনুল ভাইকে ফোন দিয়েছিলাম বিষয়টা নিয়ে, উনিও আমার মতো ভাবছিলেন কি করা যায়, আমরা দু'জন মিলে এখানে প্রবাসে আরো যারা ব্লগার আছে তাদের সাথে যোগাযোগ করে ক্ষুদ্র কিছু যোগাড় করেছি, সেটা হয়তো কিছুই হবেনা তবুও আমরা জানান দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ

বিশেষ কৃতজ্ঞতা মইনুল ভাই যার নেতৃত্বে আমাদের এই ক্ষুদ্র আয়োজনা Click this link

ব্লগার আইল্যান্ড স্কাই Click this link

ব্লগার স্ফুলিঙ্গ Click this link

এবং সবাইকে যারা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন

এবং আরো কিছু শুভাকাংখীও সহযোগীতার হাত বাড়িয়ে দেবার কথা দিয়েছেন, সময় এবং দুরত্বের ব্যাবধানে আমি কালেকশান করতে পারিনি তায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি

বিষয়: বিবিধ

১৮৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File