মিলন মেলা পোষ্ট {৩}-বিষয়ঃ মানুষের পরিচয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মে, ২০১৩, ০৭:২৮:৩৯ সন্ধ্যা
আস্সালামু আলাইকুম।
মিলন মেলার আজকের আসরে সবাইকে সুস্বাগতম। আজ আমরা আলোচনা করবো "মানুষের পরিচয়" বিষয়ে।
[bআজ পোষ্ট দেয়ার কথা ব্লগার আবু আশরাফের। কিন্তু তাকে মিলন মেলা খুঁজে না পেয়ে অবশেষে মিনিট পর এই পোষ্ট প্রদান করা হলো।[/b]
মানুষ! যাকে সৃষ্টির ক্ষণে স্রষ্টা ফেরেশতাদের একটা সমাবেশে মানুষকে পৃথিবীতে "খলিফা"-এর দায়িত্ব দিয়ে ওখানে প্রেরণের অভিপ্রায় ব্যক্ত করলেন।
ফেরেশতারা মনে করলোঃ
১. এর আগে এমনি আরেকটি সম্প্রদায় (জিনকে ) প্রেরণ করা হয়েছিল-যারা ভাল কিছু উপহার দিতে পারেনি।
২. খলিফা-এর দায়িত্ব মানে তাদের মতোই তাসবিহ পড়া ও স্রষ্টার প্রশংসা করা।
ওরা বললোঃ আপনি কি সেথায় এমন কাউকে পাঠাবেন, যারা সেখনে বিপর্যয় সৃষ্টি আর রক্তক্ষরণ করবে?
মানুষ সৃষ্টির সুচনাতে স্রষ্টার অবাধ্য হয়ে মানুষকে বিভ্রান্ত করতে শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে, মানুষের অধিকাংশকে শোকর গুজার বা আল্লাহর কৃতজ্ঞ পাওয়া যাবেনা।
তাহলে আসুন আলোচনা করিঃ মানুষ কে? কি থেকে তার সৃষ্টি, কেন কি উদ্দেশ্যে তার সৃষ্টি, কি তার দায়িত্ব? মানুষ কি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী বা রক্তক্ষরণকারী? মানুষ কি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ নয়?
ইত্যাদি বিষয়ে আমরা মতামত দেবো, যুক্তি দেবো, রেফারেন্স উপস্থাপন করবো আর জমিয়ে আড্ডা দেবো। তাহলে আসুন শুরু করা যাক।
লক্ষনীয়ঃ
মিলন মেলা-সবার জন্য উম্মুক্ত, তবে নাস্তিকদের ‘না’ বলে।
মিলন মেলা-অশ্লীল ও রুচিহীন মন্তব্য গ্রহণ করেনা।
মিলন মেলা-জ্ঞান পিপাসু আর সৃজনশীল ব্লগারদের মতবিনিময়ের প্লাট ফরম।
বিশেষ জ্ঞাতব্যঃ
কুশল বিনিময় মিলন মেলার একটি অংশ বটে। তবে মিলন মেলা যেন একমাত্র কুশল বিনিময়ের প্লাট ফরম না হয়। মন্তব্যের বেশী অংশ জুড়ে চাই নির্দিষ্ট বিষয়ে মতামত ও জবাব।
বিষয়: বিবিধ
২১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন