..সংলাপ..
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মে, ২০১৩, ০৩:০৬:২০ দুপুর
আসুন বসি
ফটো হবে ক্লিক ক্লিক
দুইজন তাকাবো দুইদিক
মাঝখানে খাসি।
@
আসুন বসি
কলাটা ছিলে দেব
চুলাচুলি ছেড়ে দেব
বলে দেব ভালবাসি।
@
আসুন বসি
হামলা মামলা আর গুম
হবেনা আর খুন
হয়ে যাব উদাসী
@
আসুন বসি
স্বার্থটা উদ্ধার হলে
চুক্তিটা দেব ফেলে
তারপর অট্টহাসি।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন