ঐখানে তোর মা এর কবর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ এপ্রিল, ২০১৩, ১২:৫৪:২৬ দুপুর
(শাহীনার সন্তান সবাই দোওয়া করবেন তার জন্য)
ঐখানে তোর মা এর কবর
রানা ভবন তলে
কি আর হবে কেঁদে কেটে
নোনা চোখের জলে
@
মা কাঁদে পুত্র শোকে
বোনের খোঁজে ভাই
ইট পাথরের আড়াল থেকে
যদি দেখতে পায়
@
বাবারে তুই কোন তলাতে
ভাইরে তুই কই
জিন্দা নাহোক শেষ ইচ্ছে
মূর্দা একটু ছুই
@
ঐখানে তোর মা এর কবর
রাখিস মনে মনে
মনের কষ্ট চেপে রাখিস
কেউ যেন না জানে
@
আস্ত দালান উঠিয়ে দিয়ে
মায়ের কোমল গায়
মরন কালে কপালে জুটে
ছিচকে চুরির দায়
@
এমন করুণ মৃত্যু হল
অসম যাতনা
কসম আল্লাহর মা জননী
চোর ছিলনা
বিষয়: বিবিধ
১৭৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন