মা জননী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জানুয়ারি, ২০১৩, ১২:৩৮:০৭ দুপুর
মা জননী তোমার ছেলের
টিসুম টিসুম খেলা
অকালেই প্রাণ হারাল
রাব্বি নামের পোলা
মা জননী তোমার ছেলের
চাপাতির শান
জং ধরা ঠেকাতে আর
কত যাবে প্রাণ
মা জননী তোমার ছেলেরা
ভীষণ রকম ত্রাশ
বলতে পার! কোন শিক্ষায় দীক্ষা নিলে
পুড়ায় ছাত্রাবাস!
মা জননী পিপার স্প্রে কাজ হবেনা
কুত্তা সামলান
তোমার ছেলের কান্ডকীর্তি
জাতির অপমান
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন