আমরা যদি না জাগি মা...
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ এপ্রিল, ২০১৩, ১২:১২:১২ দুপুর
দেয়ালে ফাটল ছিল
মৌলবাদের ধাক্কা
ভবনটা ধসে গেল
হলোনাতো রক্ষা
@
কত লোক জীবন দিল
সেটা ব্যাপার না
শিপমেন্ট টা ভেস্তে গেল
কেউতো ভাবছেনা
@
শাহাবাগের কোনায় বসে
এমরান বাচ্চু ভাবে
শোডাউন এর ব্যাপার ছিল
এখন কি হবে!
@
মিডিয়ার মাইক্রোফোনটা
ঢুকিয়ে দিল চিপায়
সব্বাইকে চমকে দেবে
লিড নিউজ চাই
@
ক্ষতিপুরণ দেয়া হবে
চিন্তার কিছু নাই
মরে গিয়ে বাঁচল তারা
বাঁচলাম যারা হাত পা নাই
@
খোদা তোমায়
বলার কিছু নাই
তুমিতো বলনি কখনো
রড সিমেন্টে ভেজাল দেয়া চায়
@
ধ্বসে পড়ছে উড়াল সেতু
ধ্বসে পড়ছে রানা ভবন
পুরো দেশটায় ধ্বসার বাকি
যদি না জাগি জনগণ
বিষয়: বিবিধ
১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন