জামাই আমার কপালে নাই।।

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ এপ্রিল, ২০১৩, ০৭:১২:৫৬ সন্ধ্যা



সৃষ্টিকর্তায় বিশ্বাস নাই, তায়

মনের দু:খ কাহারে বুঝায়

কি পাপ করেছি হায়!

জামাই আমার কপালে নাই।।

@

আমার মনের দুঃখ বুঝার মানুষ নাই

দুঃখ ভুলি তায় সিগারেটের ধূয়ায়

এমরান ঘুরে আসে পাশে

সবাই জানে কিসের আশায়।

জামাই আমার কপালে নাই।।

@

প্রথম জামায় ছিল ভাল

পুলিশের এসআই ছিল

মাস্তান ধরতে ধস্তাধস্থি

শহীদ হলো গুলির ছরায়

তারপর আমি উচ্ছন্নে যায়।

জামাই আমার কপালে নাই।।

@

বিয়া করলাম আবার আমি

সবাই চিনে নামি দামি

খেদায় দিছে হুদাহুদি

এখন আমি শাহবাগে রাত কাটায়।

জামাই আমার কপালে নাই।।

বিষয়: বিবিধ

২০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File