নিউ ভাইরাস

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ এপ্রিল, ২০১৩, ১১:৩৭:১৯ সকাল



ব্লগে একটা নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, বিশেষ করে নারীর পর্দা নিয়ে, কেউ কেউ অতি উৎসাহী ব্লগার হয়তো নিজের অজান্তেই এই কাজটা করছেন, তবে একটু ভেবে দেখতে বলব কতটা সমিচিন এমন কান্ড করার, কাজটা হলো তারা বোঝাতে চাইছেন যে, যে নারী খোলামেলা পোষাক পরে সেসব নারী নিগৃহীত আরো বেশী হয়, কিংবা নারী কিভাবে খোলামেলা পোশাকে সিনেমায়, হাটে মাঠে ঘাটে চলাফেরা করছে এবং তার জন্য কি করে সমাজ কলুশিত হচ্ছে তার বয়ান লিখতে গিয়ে যে ছবি প্রদর্শন করছে সেটাই একটা ১০ কেজি ওজনের কিন্তু হয়ে যাচ্ছে! নারীর খোলামেলা ছবিটিই কোন প্রকার এডিট ছাড়া সরাসরি ব্লগে ছেড়ে দিচ্ছেন, এসবের মানে কি? আমি অন্তত বুঝিনা, এখানে কোন সুস্থ মানুষ কি করে কমন্টে দেবে, মান সম্মান যারা বুঝে তারা চুপ মেরে থাকা ছাড় আর কিছু করার থাকেনা, সবকিছু যে দেখাতে হবে তাতো না, একজন নারী যদি ধর্ষণ হন, আর আপনি যদি চাক্ষুষ স্বাক্ষী হন তাহলে বিচারক এর যেমন অধীকার নেই কি করে ধর্ষণ হলো আপনাকে করে দেখাতে এবং আপনিও ওটা করে দেখিয়ে আবার ধর্ষণ করার অধীকার রাখেননা, আমি মডারেশান এর দৃষ্টি আকর্ষণ করছি, ইদানিং ব্লগে এমন অযাচিত ছবি প্রদর্শণ করা হচ্ছে, পুরো পোষ্টে ভাল ভাল কথা লিখে যদি এমন একটা ছবি এটাষ্ট করা হয় তাহলে গোড়াটাইতো কেটে দেয়া হলো, আশা করি সবাই এ ব্যাপারে আরে সজাগ হবেন, সারা রাত রামায়ণ শুনে শীতা কার মা বলার মতো কান্ড হচ্ছে ব্লগে.....

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File