আসুন একটু ঝালমুড়ি হয়ে যাক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ এপ্রিল, ২০১৩, ০৪:২১:০৯ বিকাল
মুড়ি খেতে কেমন লাগে? সাথে যদি চনাচুর, পেঁয়াজ, মরিচ আর খাটি সরিষার তেল মিক্স হয় তাহলে! ছোটদের মুড়ি খাওয়া খেয়াল করেছেন? বাটি নিয়ে সামনে বসবে একমুঠো মুখের উপর পুরে দেবে, মুখে ঢুকবে দুই-চারটা বাকি সব বাইরে ছিটকে পড়বে, খুব সুন্দর দৃশ্যটা, খাওয়ার চাইতে ছিটানো বেশী, এমন ভান করবে সব মুড়ি খেয়ে ফেলেছে আর নিচে যা পড়ে থাকবে ওগুলো মাটির ঘর লিপানোর মতো করে আরো ছিটাবে....
বর্তমান সরকার ওরফে আওয়ামিলীগ এর কাজ কারবার সেই ছোট্ট ছেলের মুড়ি খাওয়ার মতো অবস্থা ধর্মের ব্যাপারে, ধর্মকে ওরা পালন করার চাইতে ছিটানোটা ভালই করেন....
"মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে: প্রধানমন্ত্রী"
বিষয়: বিবিধ
১৭১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন