স্যামহ্যোয়ার ব্লগের হাস্যকর নোটিশ এবং সরকারের গ্রেফতার নাটক!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০২ এপ্রিল, ২০১৩, ০৮:০৫:৫০ রাত



একটি চরম হাস্যকর নোটিশ ঝুলিয়েছে বাংলা ব্লগ জগতের মোড়ল সামহ্যোয়ার ব্লগ কতৃপক্ষ। তিনজন কথিত ব্লগারের গ্রেফতার প্রসংঙ্গে তারা যে নোটিশটি ঝুলিয়েছে তা চরম হাস্যকর এবং কৌতুকর।

...কোন প্রকার আইনগত কারণ/চিঠিপত্র দশার্নো ছাড়াই গতকাল তিনজন বাংলা ব্লগারের গ্রেফতার।...

অতি সংক্ষেপ সেই নোটিশে সামু উল্লেখ করেনি এই তিনজনের নীক কি ছিলো, তারা কি লিখতো? তাই কমেন্টের ঘরে সামুর ব্লগারগন খুব কঠিন ভাষায় সমালোচনা করে সামুর।

এরকম কৌতুকময় কাজ দেখে আমি বেশ কিছুকক্ষন হাসলাম। কেননা আরিফ জেবাতিক সবাক বা আসিফ মহিউদ্দিনদের মত রুই কাতলা টাইপের নাস্তিক ব্লগারদের সরকার গ্যানমান সহ নানা সুবিধা দিয়ে আসছে আর সামুও তাদের লালন পালন করে আসতেছিলো বহুকাল ধরেই। অপর দিকে সামুতে যারা এর বিরোধীতা করে লিখেছে তাদের গলা টিপে ধরে তাদের ব্যান করে আসছে সামু ।

তাই সরকারের ব্লগার গ্রেফতারের নাটক আর সামুর নোটিশ বা কারন দশার্নো প্রত্যাশা করা দুটোই হাস্যকর!

সামু কোন রকম নোটিশ ছা্ড়াই দিনের পর দিন সৃজনশীল ভাল ব্লগারদের ব্লক করে রাখছে।

মেল করলেও তার জবাব দেওয়ার মত ভদ্রতা তাদের নেই। কি জানি মেল ব্যাক করার মত যোগ্যতা তাদের আছে কিনা!

অস্বীকার করার উপায় নেই সামু অনেক সময় ভালো ভালো কিছু কাজ করেছে। তবে ভালো কাজের ভিড়ে তারা কৌশলে এই সমাজের তরুনদের ভেতর অশ্রিলতা আর নাস্তিকতা ছড়িয়ে দেবার কাজটিও নিপূণ ভাবে করেছে।

বাক স্বাধীনতার সুযোগের অপচয় করে গেছে দিনের পর দিন। সামু লেখা নয় বরং লেখকের ব্যাক্তিগত মতাদর্শকে বেশি গুরুত্ব দিয়ে আসছে।

ব্লগ সাইটটিতে ভিন্নমত সইবার ক্ষমতা খুবেই কম।

কিন্তু তারপরও তাদের ব্লগ সাইট বন্ধ করার পক্ষে আমি নই। কোন ব্লগ বা সংবাদ মাধ্যোম বন্ধ করাকে আমি ঘৃর্না করি।

পাঠকের যার যেটা ভালোলাগে সে সেটা পড়বে।

অতি সম্প্রতি দৈনিক আমার দেশ সামুকে নিয়ে রিপোর্ট করেছে। প্রকান্তরে আমারদেশ বলতে চেয়েছে সামুর মত ব্লগ সাইট গুলো বন্ধ করে দেওয়ার কথা।

অপরদিকে সামু বহুদিন ধরে আমারদেশ নয়া দিগন্তের বিপক্ষে লিখে যাচ্ছে। আসলে কথায় আছে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।

সরকারের কাছে কোন কিছু প্রতাশ্যা করতে ইদানিং ভয় হয়। তারপরও দাবী করছে কোন মিডিয়াকেও যেন তারা বন্ধ না করে দেয়।

বিষয়: বিবিধ

১৫৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File