বিনা টিকিটে রঙ্গিন বাকশাল দেখছি। শেষ দৃশ্যর জন্য অপেক্ষা করছি...

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১১ মার্চ, ২০১৩, ১১:১৭:০৭ রাত

অনেক পুরাতন ঐতিহ্যবাহী আলোচিত সাদাকালো সিনেমা নতুন ভাবে তৈরী করতে দেখি। তেমনি একটি সিনেমার নির্মাণ কাজ চলছে। সিনেমার নাম রঙ্গিন বাকশাল! প্রধান চরিত্রে শেখ মুজিবের বদলে এবার অভিনয় করছে শেখ হাসিনা। তখন মাত্র চারটি দালাল পত্রিকা থাকলেও এবার যোগ হয়েছে রঙ্গিন ডজন খানেক মিডিয়া। যারা সরকারের পা চেটে ছাল তুলে ফেলছে। কুকুরের চেয়ে বেশি সফল ভাবে লেজ নাচাচ্ছে হলুদ মিডিয়া।

আগের বাকশালে শুধু মাত্র একটা ঘোষনা দিয়েই সব দল নিষিদ্ধ করা হয়েছিল আর রঙ্গিন বাকশালে দেখা যাচ্ছে ভিন্নমত আর ভিন্ন দলের উপর মিথ্যা মামলা ক্ল্পীত অভিযোগে গণ গ্রেফতার করছে। প্রধান বিরোধী দলের কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে।

গ্রেফতার করা হচ্ছে সকল বিরোধী দলের নেতাদের।

এখন পযন্ত গ্রেফতার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মো. শাজাহান, রুহুল কবির রিজভী আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, ছাত্রদল সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ অন্তত দুই শতাধিক নেতা-কর্মী।

বিএনপি নেত্রী খালেদার অফিসের সামনে থেকে জোট নেতাদের গ্রেফতার শুরু হয়েছে।বাংলাভিশনে সরাসরি নিইজে দেখলাম সাংবাদিকদের সাথে কথা বলার সময় ধরে নিয়ে যাওয়া হল শফিউল আলম প্রধান কে। তিনি আটক হবার পর সাংবাদিক যখন দলীয় পুলিশ লীগ কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেন অপরাধ কি? উত্তরে পুলিশ কিছুই বলতে পারলো না!

টিভিতে সরাসরি এসব দেখছে আম জনতা। ভয়ে আংতন্কে ফাকা হয়ে যাচ্ছে রাস্তা। সামনের নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে ভাবছি না জানি ডিজিটাল বাকশালের শেষ দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হয়!

আরেকটি ১৫ আগষ্ট মনে প্রাণে চাইনা। চাই সকালের লাল সূর্যটাকে আনন্দময় ভাবে আকাশে ভেসে উঠুক। বন্ধ হোক জুলুম। শেষ হোক নাটকের। ধ্বংশ হোক মিথ্যার। জয় হোক সত্যর।

বন্ধ হোক গণ হত্যা

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File