হলুদ মিডিয়ার মিথ্যাচার চলছেই। কিছু হলেই জামায়াত শিবির।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১১ মার্চ, ২০১৩, ০৯:৩২:৩৩ সকাল

সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার খুবই প্রিয় একজন মানুষ তার গান আর মুক্তি যুদ্ধের অবদান তাকে নিয়ে গিয়েছে ভিন্ন এক উচ্চতায়। এমন ভালো মানুষটার চোখে জ্বল দেখে আমি খুবই আহত হয়েছি।

তার ভাই মিরাজ উদ্দিনের লাশ পাওয়া গেছে গতকাল রাতে রেল লাইনের পাশে। আইন শৃঙ্খলার চরম অবনতী যে হয়েছে তা আবার প্রমাণ হলো।

এই মৃত্যুর কোন কারন পুলিশ এখনও বলতে পারেনি। ক্লু উদ্ধার হয়নি। বুলবুল সাহেব দাবী করেছেন তিনি গোলাম আজমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন এই জন্যই তার ভাইকে খুন করা হয়েছে। বিষয়টা খুব ভালো লেগেছে হলুদ মিডিয়ার

গতকাল সারা দিন চ্যানেল আই সহ সরকারের পাচাটা দালাল মিডিয়া গুলি এ নিয়ে খুব আবেগময় রিপোর্ট প্রচার করেছে। এটা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম বাজে উদাহরন। গত পরসুদিন

নারায়ণগঞ্জে ত্বকি নামে এক কিশোর খুন হয়েছে। তার বাবা নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের নেতা। সেদিনও দিনভর মিডিয়া বলেছে বাবার জন্যই ছেলেকে খুন করা হয়েছে। ১০০% অনুমান নির্ভর এই ধরণের খবর পুলিশের অনুসন্ধান আসামী সনাক্ত করনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। খুনি দের পালাতে সুযোগ করে দেয়। গত আট বছর আমি নারায়ণগঞ্জ শহরে আছি। ত্বকির মত এমন অনেক মানুষের লাশই শিতলক্ষায় ভেসে উঠার খবর দেখি। নারায়ণ গঞ্জের আইন শৃঙ্খলা সন্তোষ জনক নয়। তাই এরকম ঘটনা ঘটে চলছে।

মিরাজ আহম্মেদের বয়স ৫৫ তিনি এখন বিয়ে করেন নি। সুরতহাল রিপোটে দেখা গেছে তিনি কিছুক্ষন আগে নারী সংগে ছিলেন। যা বিব্রতকর। আশা করছি এই দুটি খুনের প্রকৃত আসামী খুব শীর্ঘই ধরা পড়বে। আর মিডিয়ায় প্রকৃত সত্য খবর আসবে। অনুমান ভিত্তিক রিপোট করা থেকে সুশীল ভেকধারী সাংবাদিক নামধারী সন্ত্রাসীদের মুখোস খুলে যাবে

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File