অনেক দিন হলো ভাবছি..
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৮ অক্টোবর, ২০১৪, ১০:০২:৫৬ রাত
অনেক দিন হলো ভাবছি
কড়া রোমান্টিক একটা কবিতা লিখে
তোমাকে ভড়কে দেবো!
তুমি চশমার গ্লাস পরিস্কার করার ছলে
অগোচরে হারিয়ে যাবে স্মৃতিময় অতীতে
কত ভালোবাসা ছিলো
কত বিস্ময় ছিলো দুজনার চোখে
আহা,
বিদুৎ চলে যাওয়া সেই গুমট গরমের রাতে
তুমি আমি কত রাত চাদ দেখে কাটিয়েছি….তাইনা!
আজ আইপিএসের কল্যানে গভীর রাতে ঘুম ভাংগেনা আর..
যান্ত্রিক নগরের এই শহরে সভ্যতা বড় বেশী ঝকঝকে
কোথাও নেই স্বস্তি একফোটা
সকাল থেকে রাত
আবার রাত থেকে সকাল………!
অলস দুপুরে রবীন্দ্রনাথ শোনা হয়না
হুমায়ূনের উপ্যনাসও পড়া হয়না আর
বইয়ের তাকে বেড়ে চলছে লাল নীল বই
খুলে দেখা হয়না কিছুই
জীবন এমন পানসে হতে পারে?
বারো বছর আগে ভাবিনি কেউ
তোমার হাত ধরে যেই দুপুরে ঘর ছেড়ে পালিয়ে ছিলাম
সেই দুপুরটাকে নিয়ে লিখবো একদিন,
সময় করে নেই একটু
তারপর সত্যি সত্যি লিখবো বলে দিলাম
27/03/14
বিষয়: সাহিত্য
১৬৩৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পালাতে গেলেন কেন?
কপালে থাকলে এমনিতেই পাইতেন
সুন্দর লাগলো।
জীবনের বাস্তবতা বড় হিংসুটে-
কাউকেই ছাড় দেয়না!
১২ নাকি ৩২ বছর-
তাতে কিছুই যায়-আসেনা!
অনেক কিছুই স্মরণ করিয়ে দিলেন,
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন