সকালে একদলা থুতু ছিটিয়ে আমি নুসপুংসক হলুদ মিডিয়াকে ঘৃর্না জানিয়েছি। আমার কাছে এর চেয়ে বড় করে ঘৃর্না প্রকাশের কোন কিছু নেই। সরকারের পুলিশ প্রশাসনের মুখে থুতু দিয়েছি।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০১ মার্চ, ২০১৩, ১১:১৬:৪৬ সকাল

রাষ্ট্র যখন রক্ত পিপাসায় ভুগে তখন আমজনতার বুকে বুলেটতো বিধবেই। হত্যাকে রাষ্ট্র যখন আপন করে নেয় তখন সেই রাষ্ট্রের পুলিশতো হায়ানা হয়ে উঠবেই। হিংসা ঘৃর্নার আর নিষ্ঠুরতার ২৮ ফ্রেবৃয়ারী।

একশত কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে পাঁচ হাজারের মত মানুষকে। রাষ্ট্র প্রধানের র্নিদেশে এমন নির্মমতা মানুষকে নির্বাক করে দিয়েছে। ভয়ে কুকড়ে রয়েছে দেশ। হায়নার বিসাক্ত ছোবলে বন্দি মানবতা। অসহয় ভিন্ন মতের পাশে কেউ নেই। শিয়াল কুকুরের মত রাস্তায় পড়ে আছে লাশ। লাশের স্তুব ঠেলে চলছে মিডিয়ার রঙ্গিন গাড়ি। ক্যামেরার সামনে কালো মুখোস। মিডিয়ার পেছনেরর নোংরা মানষরা একজন রাজিব হত্যায় ঘন্টার পর ঘন্টা আবেগময় অনুষ্ঠান প্রচার করে। বলা হয় শহীদ বীর! অপর দিকে ভিন্ন মতের মানুষ গুলো হত্যা কাণ্ডকে তারা দেখেও দ্যাখে না।

তাই সকালে একদলা থুতু ছিটিয়ে আমি নুসপুংসক হলুদ মিডিয়াকে ঘৃর্না জানিয়েছি। আমার কাছে এর চেয়ে বড় করে ঘৃর্না প্রকাশের কোন কিছু নেই।

সরকারের পুলিশ প্রশাসনের মুখে থুতু দিয়েছি।

পত্রিকার পাতার উপর থুতু ছিটিয়ে দিয়েছি।

রাজাকার হিসেবে ফাসি দেওয়ার অধিকার সরকারের আছে। কিন্তু ভিন্ন মতের বুকে গুলি চালনার ক্ষমতা তাদের কে দিয়েছে?

জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার কি করে নির্বিচারে কাছ থেকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে মানুষ হত্যা করে??

ট্রাইবুনালের একটি রায়ের বিপক্ষে যাওয়া মানুষকে রাষ্ট তিনবেলা আহার জুগিয়েছে। দিনের পর দিন তাদের নগ্ন ভাবে মিডিয়া সার্পোট দিয়েছে। তারা শাহবাগে দাড়িয়ে দেশের রাষ্ট্রকে নির্দেশ দিয়ে যাচ্ছে। রাষ্ট্র শাহবাগের সেই নির্দেশে স্কুল বন্ধ রাখছে, মন্ত্রীরা রাস্তায় দাড়িয়ে শাহবাগের নিদের্শে নিরবতা পালন করছে। শাহবাগের নির্দেশে প্রশাসন কাপছে।

অপর দিকে সেই একই ট্রাইবুনালের ভিন্ন একটি রায়ে বিক্ষুব্দ অপর পক্ষকে খুন করা হচ্ছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে পত্রিকা বাংকের বুথ। গলা টিপে ধরে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। সরকার লেলিয়ে দিয়েছে হায়না ছাত্রলীগদের। এরপর পরিনাম কি?

দিনের পর দিন তারা যেভাবে ঘৃনার রাজনীতি করছে তার পরিনাম কি?

বিষয়: বিবিধ

১৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File