কথিত শহীদ থাবা বাবা, আর আমাদের ভাড়াটে বুদ্ধিজীবী প্রসংঙ্গ
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৮:২৬ দুপুর
প্রধান মন্ত্রী থাবা বাবাকে বলেছেন তিনি শহীদ। তার নামে কয়েক জায়গায় রাস্তা ঘাটের নামকরনও করা হয়েছে। জাতিয় সংসদে জনগনের টাকায় বেশ প্রসংশা হয়েছে থাবা বাবাকে নিয়ে। বিভিন্ন শুশীল মিডিয়ায় থাবা বাবাকে বলা হয়েছে শহীদ। গৃহপালিত পেশাদার টকশো মুখরা বলেছেন থাবার রক্ত বৃর্থা যেতে দিবোনা।
থাবা খুন হয়েছে এক সপ্তাহ হয়েছে। অথচ তাকে কে খুন করেছে তা নিয়ে সরকার নিঃশ্চুব!
শাহবাগীরা চুপ। হত্যাকাণ্ডের পর অস্বাভাবিক ভাবে তার খুনি ধরার কর্ম গোপন করা হয়েছে।
প্রশ্ন হলো কথিত প্রথম শহীদকে নিয়ে এমন চুপশে গেল কেন সরকার?
তানজিলা অথবা রাফিদের আটকের খবর কেন ফলাও করে প্রচার করছে না পদলেহনকারী মিডিয়া?
শহীদ থাবা ব্লগ মুছে ফেলে অথবা শাহবাগে নামাজ পড়লে কি হবে?
ধর্ম নিয়ে রাজনিতী শুধু কি কেবল জামায়াত একাই করে?
আমরা ৯৬ সালের নির্বাচনের আগে তসবিহ হাতে কালো টুপি পড়া হাসিনা ছবি কি দেয়ালে দেখি নাই?
লেবাস নিয়ে কাবার ছবি নিয়ে আওমীলীগ কম কিছু করে নাই। জামায়াত কে তারাই প্রথম দলে নিয়ে নাকে খত দিয়ে ছিলো। সেই কথা ভুলি নাই। টকশো ওয়ালারা টকশো শেষ করে একটা খাম পান। নগদ অর্থর বিনিময়ে তারা অনেক কথাই বলতে পারেন। তাদের বিবেক বন্দি। তারা থাবাকে খুন করার অপরাধে জামায়াত শীবীরকে নিষিদ্ধ করতে বলেন। অথচ থাবা বাবাকে কে খুন করেছে তা এখন ও প্রমাণ হয়নি। কিন্তু বিশ্বজিৎকে প্রকাশ্য টিভিতে খুন করার লাইফ দৃশ্য প্রচার হবার পরও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবী উঠে নাই। তাই ঐসব বুদ্ধিজীবি আর ভাড়াটে পতিতাদের মধ্য কোন পাথক্য আমি দেখিনা।
আমি শুরু দিকে এই গন জমায়েতের পক্ষে বেশ কয়েটা লেখা দিয়ে ছিলাম সামুতে।
কিন্তু যখন দেখলাম আওমীলীগ এটাকে নিয়ে রাজনীতি করছে তখন কয়েক জন সাংবাদিক বন্ধুর সাথে কথা বললাম। নিজেও একটা হিসাব করলাম।
ট্রাইবুনাল তৈরী করেছে সরকার, বিচারক নিয়োগ দিয়েছে সরকার, যুক্তি তর্ক স্বাক্ষি মানেজ সবি তারা দলীয় বিবেচনায় করেছে। রায় নিয়ে নানান স্ক্যান্ডাল ও হয়েছে। তারপরও রায় যেটা হয়েছে সেটা তো সরকারের স্বাথেই । তাহলে কোন মুখে হাসিনা আবার একজন নাস্তিক ব্লগার যার কিনা চরিত্রও প্রশ্নবিদ্ধ তাকে বলেন প্রথম শহীদ!
যাইহোক শাহবাগে শুক্রাযাব তবে ওখানে নামাজ পড়ার কোন ইচ্ছে নেই। কাদের সিদ্দিকির সাথে সহমত। ওখানে পাক পবিত্রতা নেই
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন