কেমন আছো বন্ধুরা?
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৪৭:৪৯ দুপুর
বহুদিন ব্লগে আসতে পারিনা। এই জন্য নিজের মনের ভেতর কেমন এক শূন্যতা অনুভব করি।একা একা লাগে খুব। গতকাল এক ব্লগার বন্ধুর আমন্ত্রনে রাতে ব্লগে ঢু মারলাম। পুরাতন এসবির বন্ধুদের মিস করলাম। ইদানিং চাকুরি আর ব্যাবসা নিয়ে এত বেশি ব্যস্ততা আমার যে অন্য কোথাও তাকানোর সময় নেই। তারপরো ফেসবুকে কিছুটা হলেও সময় দেই। ব্লগের বন্ধুদের খুব মিস করি। কেমন আছেন আমার প্রিয় ব্লগার বন্ধুগণ?
আমাকে কি ভুলে গিয়েছেন?
আশা করছি আবার নিয়মিত হবো। কেননা আমি আজ যতটুকু পথ পেরুতে পারছি সবি বন্ধুদের জন্য। আপনাদের ভালোবাসা প্রেরণার জন্যই দু কলম লিখতে পারছি।
সবাইকে আবারো শুভেচ্ছা। ভালো থাকুন। সত্য আর ন্যায়ের পথে থাকুন।
বিষয়: বিবিধ
১৮৪৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানেও এখন বেশ জমছে।
মন্তব্য করতে লগইন করুন