আমার দ্বিতীয় গল্প গ্রন্থ মায়াবী বধু অবশেষে বাজারে পাওয়া যাচ্ছে.

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৬:৫১ রাত





বইমেলা প্রায়ই শেষ। অবশেষে আসছে আমার বই। তবে আমি ভালো করেই জানি মেলায় আগতদের চেয়ে আমার বেশির ভাগ পাঠকেই আছে সারা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। তাই আমার দ্বিতীয় গল্পের বই মায়াবী বধু সারা দেশের কোথায় পাবেন তার ঠিকানা দিচ্ছি। যেখানে ৩০% কমিশনে সংগ্রহ করতে পারবেন।

বইয়ের জন্য আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন:

খান প্রকাশনী,

দোকান নং ৩৮, ইসলামী টাওয়ার, প্রথম তলা। ১১ বাংলাবাজার ঢাকা- ১১০০। ফোন: ০১৭৮১৯০৩১২৮

এমদাদিয়া লাইব্রেরী,

মিরপুর-১০, ঢাকা। হাফেজ, মাওলানা আসাদ ০১৮১৫২৬৯৮৭৭।

জুরাইন মাযহার মসজিদ :

তামিরুল মিল্লাত মাদ্রাসা, মোহাম্মদপুর।

মোবাইল: ০১৭৮২৫৭১৭৭৯।

সাব্বির লাইব্রেরী:

খিলক্ষেত বাজার মসজিদ,

মোবাইল ০১৯৬২৪০৭০৩৪

মাকতাবাতুল আশরাফ:

অন্ধ মার্কেট, দ্বিতীয় তলা, সাভার ঢাকা।

মাওলানা ইসহাক গাজী : ০১৭২৭৮৪৮৩৩৯।

আল আযহার:

রাহমানিয়া মাদ্রাসা, মোহাম্মদপুর।

নূরুল আলম, মোবাইল: ০১৭১৮৯১৫৬৪৪।

আল মদিনা ষ্টোর:

সিদ্ধিরগঞ্জ বাজার, নারায়ণগঞ্জ।

মোবাইল: ০১৬৮৮০২৭০৮৬, ০১৭৩৭৫৪৬৪০৪।

আল মাকতাবাতুশ শামেলা:

মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম।

মোবাইল: ০১৭৩৩৮৫৮৩৮৪।

মীনা বুক হাউস:

আন্দর কিল্লা, চট্টগ্রাম।

মো: রাজিব মোবাইল:০১৭১৬৬৯২৯৯০।

মাকতাবাতুল মা‘আরিফ:

হাজী কুদরত উল্লাহ মার্কেট, সিলেট

মোবাইল: ০১৮২৭৫৭৮৪১১।

ইসলামিয়া লাইব্রেরী:

পাচ্চর, শিবচর, মাদারীপুর,

মুফতি জহুরুল ইসলাম, ০১৭২৫০০২৪৪০।

বিসমিল্লাহ লাইব্রেরী :

গাজীপুর চৌরাস্তা।

মোবাইল: ০১৭৭৪৯৫৯৯৯১।

কওমী লাইব্রেরী:

আড়াইহাজার বাজার, নারায়ণগঞ্জ।

মো. ফয়সাল, মোবাইল: ০১৭৭০১৮৬১৮৬।

মাকতাবাতুল মাযহার:

১ নং টুকু ব্রীজ, সিরাজগঞ্জ।

মোবাইল: ০১৭২১৩৪৩৫৫৫।

ফিরোজা বানু মাদ্রাসা:

চপাই, পোষ্ট ১২ পাড়া, নান্দাইল, কিশোরগঞ্জ। মোবাইল: ০১৭২৬৫৪৬৫৯০, ০১৯১৭৭৫৩৬৩২

মদিনা লাইব্রেরী:

গোপাল্দী বাজার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইল: ০১৯৮৫০২৩৩২৫।

নিউ ফুরকানিয়া লাইব্রেরী:

কুলিয়ারচর বাজার, কিশোরগঞ্জ।

মোবাইল: ০১৯২০৫৭৭০৮৪।

বইয়ের গায়ে মুদ্রিত মূল্য: ১৪০ টাকা।

বিশেষ ডিসকাউন্ট পাবে সবাই। নূন্যতম ৩০% থেকে ৫০% পর্যন্ত। (কুরিয়ারে নিলে ৩০% আর সরাসরি আমাদের বাংলাবাজার এর কাউন্টা থেকে নিলে ৫০% ডিসকাউন্ট।

মোট পৃষ্ঠা ১১২।

৭০ গ্রাম অফসেট কাগজে মুদ্রিত।

বিষয়: বিবিধ

৩০৯২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184246
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা কেমনে পাই ভাইয়া ?
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৩
136492
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : প্রকাশক জনপ্রিয় ব্লগার মাই নেম ইজ খান। ওনার সংগে যোগাযোগ করে দেখতে পারেন। বিপননের সকল দ্বায়িত্ব তার। তবে আমা সংগে দেখা হলে নিশ্চয় সৌজন্য সংখা পেতে পাবেন।Love Struck
184249
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আপনি সে মহা পুরুষ যেনি আমার একটা স্ট্যাটাস এ নোটিস দিয়ে আনফ্রেন্ড করেছেন? এবং আমি সে খ্যাত পোলা যেনি আপনার লেখা- তুমি এলে বাদল দিনে বইটা আমার জন্য করিয়ার করেছেন ফেণীতে। আপনাকে ধন্যবাদ। আপনার ফেসবুকে আগাছা-পরগাছা না রেখে এমপি-মন্ত্রী তের রাখার জন্য।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১২
136391
সজল আহমেদ লিখেছেন : উনাকে এটা কেন বললেন বুঝলামনা ভাইজান।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০২
136428
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : সজল ভাই, যা বুঝার বুঝতে হলে ফেসবুকে আপনাকে বলবো, এখানে ক্যাচাল পেছানো উচিত হবেনা- ধন্যবাদ সজল ভাই-
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০১
136495
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ফেসবুক আর ব্লগ এক নয়। ফেসবুকে তারাই আমার বন্ধু যাদের সংগে আমার চিন্তা আর চেতণার মিল আছে। তবে কাউকে আবার আত্মিয়তা অথবা অন্য কোন কারনে বন্ধু তালিকায় যুক্ত রেখেছি। আমার যে ২১০০মত বন্ধু আছে তারা বেশির ভাগেই আমাকে আমন্ত্রণ করেছিলো বন্ধুত্বের আর আমার যে প্রায় ৩০০ ফলোযার আছে তারাও আমাকে সম্ভবত ভালোবাসে।
আর ব্লগ হলো ভিন্ন জগত এখানে সবাই লিখে। উমক্ত প্লাটফর্ম।
এখানে যারা অন্যর লেখায় মন্তব্য করে এবং এ্যাক্টিভ থাকেন তারাই ষ্টার।
আমার বই অনেকেই বিভিন্ন সময়ে কুরিয়ার করে পাঠাতে অনুরোধ করে। আমার একটি ফ্যাশন হাউজ আছে সেখানেও অনেকে অর্ডার করে। কুরিয়ার করে পন্য পাঠাই।
আপনাকে অনেক ধন্যবাদ আমার মত অতি সাধারণ একজনের বই কিনে একশত টাকা নষ্ট করেছেন বলে।
ভালো থাকুন
০১ মার্চ ২০১৪ রাত ১২:২৩
136709
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভাই আপনি আসলে আজব ব্যাক্তি!!! আপনি আমাকে আনফ্রেন্ড করেছেন, আবার বলেন আপনি সাধারন মাণূষ?
যাই হোক এতে কার কি আসে জায়? আপনার সাথে আমার?
ধন্যবাদ ভালো থাকবেন- এগিয়ে যান?
আর হ্যা একটা কথা- যারা আপনার সাথে একমত হতে পারেন তাদেরকে আপনি আপনি বাতিলের খাতায় রাখবেন এমন কথা আমি সমর্থন করনা।
আর আমি সমর্থন করলেও না করলেও কি? Good Luck Good Luck Praying Praying Praying Praying
184251
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৫
সজল আহমেদ লিখেছেন : ভাই আপনার চেয়েও ঠাট্টার লেখক সাইফুল ইসলাম জুয়েলের পাঠক বেশি বুঝলেন?
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০২
136429
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হুম সজল ভাই
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৮
136497
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আমার চেয়ে অবশ্যই সাইফুল জনপ্রিয় লেখক। সে আমার খুবই কাছের বন্ধু। তার লেখা আমি নিয়মিত পড়ি। সে ঠাট্রার সম্পাদক।
আমরা আমারদেশ পত্রিকায় এক সময় লিখতাম। আমারদেশের উৎদোগে একটি বনভোজনে গিয়ে আমাদের পরিচয় হয়। গতকাল রাতেও আমাদের গ্রামের বাড়ির এলাকায় সে গিয়ে আমাকে ফোন দিয়েছিল। আমরা রাইটার্স গিল্ডেও এক সংগে কাজ করি। কমেন্ট করার জন্য অনেক শুভেচ্ছা।
184297
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৬
ভিশু লিখেছেন : অভিনন্দন! Thumbs Up Thumbs Up Thumbs Up
Happy Happy Happy
Good Luck Good Luck Good Luck
Rose Rose Rose
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
136501
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই
184324
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০৯
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : বইয়ে কি লিখেছেন তার ভূমিকাটা একটু কষ্ট করে লিখলে টাকা খরচ করে আর কিনতে হতনা !! শুধু বিক্রির এড দিয়ে গেলেন !!
একজন গুনী লেখকের সাথে পরিচিত হতে পেরে কম খারাপ লাগছেনা ! ধন্যবাদ । শুভকামনা ।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
136499
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : বিজ্ঞাপন মনে করলে নিশ্চয় মডুরা ডিলেট করে দিতো।
আর আমার বেশির ভাগ লেখাই বিভিন্ন সময়ে জাতিয় পত্রিকায় প্রকাশিত। তাই পুরাতন পত্রিকা সের দরে কিনলে আরো কম খরচে পাবেন। আপনাকেও ধন্যবাদ
184341
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমি বই পাইয়া গেছি।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
136500
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : জেনে ভালো লাগলোHappy
184390
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন।
বইটি সম্পর্কে সমালোচনা প্রয়োজন। নেহায়েত ভাই কিংবা লোকমান ভাই ব্লগে কাজটি সারতে পারেন।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
136498
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : নেহায়েত ভাই আমার আগেই বইটি প্রকাশকের কাছ থেক গিফট পেয়েছিলো।
184468
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
মুক্তির মিছিল লিখেছেন : সুযোগ পেলে কেনার চেষ্টা করব।
আপনার সকল প্রকার সফলতা কামনা করছি।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
136553
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন আপনিও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File