আমি এবং আমার ভার্চুয়াল বন্ধুরা।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৮ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৩:৫৩ রাত
অনেকেই আমাকে প্রশ্ন করে কেন আমি লিখি? এতো লিখে কি পাই?
বউয়ের অভিযোগ তাকে দেওয়া সময় থেকে নাকি আমি ফেসবুক আর ব্লগে কেটে নেই! বন্ধুরাও অনেক সময় হাসি ঠাট্রা করে।
তাদের জন্য আজকের একটা ঘটনা বলি, জরুরী প্রয়োজনে আজ একটি ব্যাংকের এটিএম বুথে গেলাম। কার্ড দিয়ে পিন নাম্বার দেওয়া মাত্র কার্ড খেয়ে নিলো মেশিন!!! সিকিউরিটি আমাকে ব্যাংকের সংস্লিষ্ট শাখায় যেতে বললো। ব্যাংকের অফিসার বললো কার্ড পেতে নাকি আটদিন লাগবে!
কি করা! হঠাৎ এক ব্লগার বন্ধুর কথা মনে পড়লো যদিও আমি তার ঢাকা শহরে নই। কিন্তু তিনি আমাকে ১ঘন্টার মধ্যই কার্ড পাবার ব্যাবস্থা করে দিলেন!!
আমি বিস্ময়ে থ হয়ে গেলাম।
তাকে ধন্যবাদ জানালাম অন্তর থেকে।
মনে পড়ে দুই বছর আগে আমার কন্যার জন্মের সময় দু ব্যাগ রক্তের খুব দরকার হয়ে পড়েছিলো। তখন ব্লগার পারভেজ ভাই ৩০ মিনিটের ভেতর অচেনা ঢাকা শহরে তা ম্যানেজ করে দিয়েছিল!
ব্লগার সাংবাদিক রাসেদ ভাই রক্ত দেবার পর আবার মটর সাইকেল চালিয়ে চলে গেল একটা চাও খাওয়াতে পারিনি!
আরেক বন্ধু আমার উচ্ছাস ফ্যাশন হাউজের (উচ্ছাস ফ্যাশন হাউজ) কাপড় কিনতে প্রায় অর্ধলক্ষ টাকা পাঠালো গতকাল। অথচ আজ পযন্ত সে ফেসবুক আর ব্লগে তার চেহারা প্রদর্শন করে নাই!
মানুষের এই ভালোবাসা আমাকে নাড়া দেয়।
অনেক বন্ধুরা আমাকে ফোন করে। খোজ খবর নেয়। সুখে দুখে তারা পাশে দাড়ায়। ব্লগ আর ফেসবুক না থাকলে কে চিনতো এই আমাকে।
আজ আমার মত সাধারণ মানের পাঠকের অখাদ্য লেখাও যখন মানুষ আগ্রহ নিয়ে পড়ে আমি আবেগে আকান্ত্র হয়ে পড়ি।
আমার সকল বন্ধুরা তোমরা ভালো থেকো। কাছে থেকো এমন করেই জীবন ভর!
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর একটি কথা আমি যতটুকু যানি যারা লিখে তারা কিছুর পাওয়ার আশায় লিখে না, পাঠকদের কিছু দেওয়ার জন্য লিখে।
আপনার জন্য শুভ কামনা রইল। সম্প্রতি ফ্যাশন হাউজের কাজ নিয়ে ব্যস্ত। আর চাকুরি তো আছেই। দোয়া কামনা করি
মন্তব্য করতে লগইন করুন