আসুন সকল তরুন ইনডিয়ার কে না বলি। বর্জন করি সকল ইনডিয়ান পন্য।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৪ জানুয়ারি, ২০১৪, ০৭:২১:৪৫ সন্ধ্যা
বাংলাদেশ ক্রিকেট টিমের সংগে আমার কত স্বপ্ন জড়িয়ে আছে। মনে পড়ে প্রথম যেবার বিশ্বকাপে পাকিস্তানকে হারালো ওরা আমি তখন ফরিদপুর পলেটেকনিক কলেজে পড়ি। খুশিতে আমরা সেদিন হোস্টেলের স্টিলের চেয়ার কে ঢোল বানিয়ে ফেলে ছিলাম। লুংগি পড়ে গিয়ে ছিলাম মিছিলে। সারা রাত ছিলাম স্বপ্নের ভেতর। তারপর হারুক জিতুক সংগে ছিলাম ক্রিকেটের..। তখন নেট ছিলো না, মোবাইল ছিলো না। তাই রেডিও নিয়ে ঘুরতাম। এখনো বাংলাদেশের খেলা থাকলে অফিসে গিয়ে একটু পর পর টিভি রুমে যাই। নেটে গিয়ে স্কোর দেখি।
অহংঙ্কার করি আমাদের ক্রিকেট নিয়ে।
কিন্তু ফেলানীর হত্যাকারী ইনডিয়া এখন ওদের কালো হাত বাড়িয়েছে আমাদের ক্রিকেটের দিকে। ওরা ফেনসিডিল রপ্তানি করে আমাদের তরুনদের ধ্বংশ করছে বহু দিন হলো। ফারাক্কায় পানি প্রবাহে বাধা দিয়ে ধ্বঙশ করছে আমাদের প্রকৃতি । আওমীলীগকে ব্যাবহার করে কেড়ে নিয়েছে আমাদের ভোটের অধিকার। গনতন্ত্র আজ কফিনবন্দি!
এই অবস্থায় ইনডিয়া এই দেশের ক্রিকেট নিয়ে যে হটকারী অনৈতিক সিধান্ত নিয়েছে আমরা তার জন্য তীব্র প্রতিবাদ করছি।
অনেকেই পাপন বা বাংলাদেশ সরকারের সমালোচনা করছেন আমি কিন্তু তা করছি না। কেননা এত কিছুর পরো আজ যখন আওয়ামী এমপি পাপন চুপ করে আছে তখন স্পষ্ট হয়েছে তারা বাংলাদেশের এমপি নয়। তারা ভাড়তের তাবেদার।
কেননা তারা সিলেক্টেট অটো এমপি।
তাই আমরা ভারতের বিরুদ্ধ প্রতিবাদ করতে চাই।
আসুন সকল তরুন ইনডিয়ার কে না বলি। বর্জন করি সকল ইনডিয়ান পন্য।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সাথে আমিও আছি। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন