ধন্যবাদ ব্লগার, প্রবাসী আব্দুল্লাহ শাহীন এবং গতকালের পোষ্টের প্রতিক্রিয়া
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৩ জানুয়ারি, ২০১৪, ০৫:১৯:২১ বিকাল
ব্লগার আমরা সবাই একাকার Rose Good Luck লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন
আমার মত সাধারণ মানের একজন মানুষের জন্য আপনার প্রতিক্রিয়াটা বেশ বড় মাপের আমি দ্বায়িত্ব নিয়ে বলছি আমি আসলে অত বড় মাপের ব্লগার নই। সেই যোগ্যতাও নেই।
তাই যারা আপনার ব্লগে এসে আমার উপর তাদের রাগ ঝেড়েছে তাদের আচরণ আমাকে পুলকিত করেছে।
আমি বেশ আনন্দ পেয়েছি। তাদের আলাদা করে জবাব দিলাম না। সবাইকে অভিনন্দন দিলাম। বাশের কেল্লায় আমার রেশমা সংকান্ত পোষ্টিট প্রকাশ হবার পর প্রায় তিন হাজার কমেন্ট এসেছিল যার অর্ধেকেই গালি! আমাকে জামায়াত বলা হয়ে ছিল কেননা আমিই প্রথম রেসমা নাটক নিয়ে প্রমান সহ লিখ ছিলাম এই ব্লগে। যাই হোক পরে আমার সাংবাদিক বন্ধু মাহমুদা ডলি আমার দেশ পত্রিকায় একটা রির্পোট লিখে ছিল। যাইহোক।
আমার ব্লগে কারো কমেন্ট ডিলেট করার ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে কারণ আমি যাতে অপছন্দের কথা ডিলেট করতে পারি।
আমার ইসলাম জ্ঞান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের জন্য আমার কিছুই যায় আসে না। কারণ আমি কি সেটা আমার স্রষ্টা জানে। তার কাছেই আমি জবাব দিবো।
আর আমি নিজের পয়সা খরচ করে ব্লগে আসি। তাই আমি অধিকার রাখি কোথায় কারে কমেন্ট দিবো। আমার ভালো না লাগলে কেন দিবো?
আমাকে যারা অহংঙ্কারী বলছেন তার জবাবে বলবো ভাই আমাকে কতটুকু জানেন? আপনার কত দিন আমাকে চিনেন? এই সব হাস্যকর অভিযোগ করাটা কি উচিৎ হয়েছে!!
তারপরো অনেক সময় ব্যস্ততার জন্য পড়েও কমেন্ট দিতে পারিনা। কেননা বাংলালায়ন কোং এই সাইট প্রায়ই ব্লক করে রাখে। তখন পক্সি দিয়ে ঢুকতে হয়
আর আমি ৬৫ বিঘা জমিন আর পাচ হাজার শ্রমিকের একটি গামেন্ট কারখানার ইউটিলিটি ব্যাবস্থাপক। একটি মেডিশিন শপ। ফ্যাশন হাউজ আর একটি প্রকাশনি দেখি। এত কিছুর পর সময় তেমন পাই না।
সবাই ভাল থাকুন। রাগ থাকলে ঝেড়ে ফেলুন। শুভ ব্লগিং
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিন্দুকেরা চুপবাদ।
সুতরাং শিক্ষা মানে সার্টিফিকেট নয়। পড়তে থাকুন অনেক অনেক । ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক বড় করবে। কুরআন পড়ুন কুরআন বুঝুন আলকুরআনের সমাজ গড়ুন।
মন্তব্য করতে লগইন করুন