জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিতে না পারলেও জুতার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে!
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৬ জানুয়ারি, ২০১৪, ০৮:৩২:২০ রাত
মখার উপর জুতা নিক্ষেপ এবং তার গাড়িতে সাধারণ জনতার হামলার পর শুশীলদের কোন বানী এখনো মিডিয়ায় এসে পৌছায়নি। তবে একজন আমজনতা হিসেবে আমি কিছু কথা বলতে চাই ,
সংবিধানকে কচুকাটা করে আওয়ামীরা জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। অবৈধ্য ভাবে তারা ক্ষমতার মসনদে বসছে। জনগনের ভোটের অধিকার প্রয়োগ করতে না দেয়ায় মখার মত অনেক দু:নীতিবাজ অযোগ্য লোক আওমী সিলেকশনে ক্ষমতায় বসে জনগনের উপর ছড়ি ঘুরানোর মান্ডেট পেয়েছে সত্যি, তবে জনগন কিন্তু ও বসে নেই।
ভোটের মাধ্যমে তাদের রায় দিতে না পারলেও জুতার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে তারা। আমি নিজেও ভোট দিতে পারিনি, আমার এলাকায় নির্বাচিত এমপি যিনি তিনি লুটেরা, ভোট হলে তার পাশ করার বিন্দুমাত্র সম্ভবনাও ছিলনা। তাই গনতন্ত্রের ফেরিওয়ালা আওমীরা কায়দা করে আরেকবার ক্ষমতায় আসছে।
মহিউদ্দিনের উপর জুতা নিক্ষেপ করে বিক্ষুব্দরা হয়ত আওমীলীগকেই জুতা মারলো বলে অনেকে মনে করছেন। আমার মনে হয় আওমীলীগের উচিৎ হবে দ্রূত একটি নির্বাচনের আয়োজন করা। যেখানে সকল দল অংশ গ্রহন করতে পারে। না হলে জনরোষে এই দলটি তার অস্তিত্ব সংকটে পড়বে ।
১৬/১/১৪
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন