জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিতে না পারলেও জুতার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৬ জানুয়ারি, ২০১৪, ০৮:৩২:২০ রাত

মখার উপর জুতা নিক্ষেপ এবং তার গাড়িতে সাধারণ জনতার হামলার পর শুশীলদের কোন বানী এখনো মিডিয়ায় এসে পৌছায়নি। তবে একজন আমজনতা হিসেবে আমি কিছু কথা বলতে চাই ,

সংবিধানকে কচুকাটা করে আওয়ামীরা জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। অবৈধ্য ভাবে তারা ক্ষমতার মসনদে বসছে। জনগনের ভোটের অধিকার প্রয়োগ করতে না দেয়ায় মখার মত অনেক দু:নীতিবাজ অযোগ্য লোক আওমী সিলেকশনে ক্ষমতায় বসে জনগনের উপর ছড়ি ঘুরানোর মান্ডেট পেয়েছে সত্যি, তবে জনগন কিন্তু ও বসে নেই।

ভোটের মাধ্যমে তাদের রায় দিতে না পারলেও জুতার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে তারা। আমি নিজেও ভোট দিতে পারিনি, আমার এলাকায় নির্বাচিত এমপি যিনি তিনি লুটেরা, ভোট হলে তার পাশ করার বিন্দুমাত্র সম্ভবনাও ছিলনা। তাই গনতন্ত্রের ফেরিওয়ালা আওমীরা কায়দা করে আরেকবার ক্ষমতায় আসছে।

মহিউদ্দিনের উপর জুতা নিক্ষেপ করে বিক্ষুব্দরা হয়ত আওমীলীগকেই জুতা মারলো বলে অনেকে মনে করছেন। আমার মনে হয় আওমীলীগের উচিৎ হবে দ্রূত একটি নির্বাচনের আয়োজন করা। যেখানে সকল দল অংশ গ্রহন করতে পারে। না হলে জনরোষে এই দলটি তার অস্তিত্ব সংকটে পড়বে ।

১৬/১/১৪

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163279
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
পত্রিকার পাতা থেকে লিখেছেন : বিএনপির মত বিশাল দলের আজকের এই করুন অবস্থা দেখে খুব খারাপ লাগে। রাজপথে না থেকে নেতারা ব্যস্ত ছিলেন স্বপ্ন গভীরে। বাকশাল থেকে ক্ষমতা কেড়ে নিতে হলে রাজপথেই মোকাবেলা করতে হবে। বিএনপির সেই শক্তি নাই কেন?
163283
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এর উপর জুতা মারাও অপচয়।
163296
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
সবুজেরসিড়ি লিখেছেন : এটাতো শুরু আরো অনেকেই পর্যায়ক্রমে খাবে . . .
163317
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৬
বড়মামা লিখেছেন : আমার পক্ষ থেকে ৭টা জুতা মখার পতি । বিসমিল্লাহ আল্লাহু আকবার।
163356
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
শিকারিমন লিখেছেন : জুতোর সাথে যদি কিঞ্চিত পরিমান মানব বিষ্ঠা মেখে দেয়া হত , তাহলে কেমন হত ??
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৩
117653
বড়মামা লিখেছেন : লোকটা ভদ্র মগা ছিলো পুরান জুতাই চলবে বেশী কিছু করতে চাইলে আপনি করেন।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৩
117654
বড়মামা লিখেছেন : লোকটা ভদ্র মগা ছিলো পুরান জুতাই চলবে বেশী কিছু করতে চাইলে আপনি করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File