সামু সহ বিভিন্ন বাংলা ব্লগের মডুদের উদ্দেশ্যে আমার দুটি কথা

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৯:৪৯ দুপুর



আজ দ্বিতীয় বারের মত স্যামহোয়ার আমাকে ব্যান করলো। যদিও তারা আমাকে কোন রকম নোটিশ দেয়নি । আমি কোন সংগঠনের নেতা নই। আমি জংঙ্গি নই। শিবীর নই। ছাত্রলীগ বা দল নই। তারপরও সেখানে আমমার দ্বিতীয় নিক ব্যান করা হয়েছে।

যেহেতু ব্লগ টা তাদের তাই তারা যত খুশি ব্লগারের গলা টিপে ধরতে পারে।হত্যা করতে পারে সৃজনশীলতাকে। সেই অধিকার সংরক্ষিত রেখেই তারা ব্লগ চালাচ্ছে।

আমার ব্যানকে তাই আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ সামুর একচোখা মডুদের।

আমি গত আড়াই বছর ওখানে লিখে এবং কমেন্ট করে যাচ্ছিলাম। সেই জন্য প্রতি মাসে আমাকে সাতশত টাকা নেট বিল দিতে হয়েছে। আমার জীবন থেকে অনেক মূল্যবান সময় অপচয় হয়েছে। বিনিময়ে সামুর মত ব্গগুলি আমাকে কি দিয়েছে। কপি পেষ্ট উদ্ভট বাক্য, আর ক্যাচাল ছাড়া কি দেখেছি আমি?

গুটি কয়েক ব্লগার ভালো লিখে সত্যি কিন্তু তাতে পাঠক কোথায়?

মিধ্যে, ১৮+ চটি আর কয়েকজন চিন্হিত ব্লগারের তৈলাক্ত পোষ্ট পড়ে ভীষণ ক্লান্ত আমি।

খেয়াল করুন সামুর প্রথম পাতায় কি আছে এই মুহূর্তে?

শুধু শাহবাগ বন্দনা!!

একটি ব্লগের সবাই কি সাহবাগ বন্দনাই করবে? ভীন্নমত থাকবে না?? কেন থাকবে না??? ব্লগ মানে কি?

আমরা কি সবাই রোবট হয়ে গেছি? আমরা কি কারো রিমোটে চলছি?

যদি না চলি তবে প্রথম পাতায় কেন আমরা নেই?

কেন ব্যান?

ব্লগ কতৃপক্ষ কে প্রশ্ন করতে চাই শুধু ব্যবসা করার উদেশ্যে যদি ব্লগ চালাবেন তবে ভাই একটি কালের কণ্ঠ বাংলা নিউজ টাইপ পত্রিকা খুলে বসুন। আরো বেশি কামাতে পারবেন। আপনাদের মডারেশন টিমকে আমি স্বাগত জানাচ্ছি।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File