ব্রেকিং নিউজ!!! কালো বিড়াল নিখোজ!!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৩ নভেম্বর, ২০১৩, ০৩:৫৮:৫৫ দুপুর



কালো বিড়ালখ্যাত বাবু সুরঞ্জিত কে কোথাও পাওয়া যাচ্ছে না! গত পাচঁ বছর যিনি দাত মুখ খিচিয়ে সংবিধানের নানা রকম ব্যাখা দিয়ে জাতিকে উদ্ভার করছিলেন। যিনি স্বঘোষিত সংবিধান বিশেষজ্ঞ। যদিও টাকার বস্তাসহ ধরা খাবার পর কিছু দিন তীরবিদ্ধ অবস্থায় ছিলেন। কিন্তু শুধু মাত্র দপ্তর খোয়ানো ছাড়া আর কিছুই তার হয়নি। দাদা বাবুদের আর্শিবাদে কোন কাজ না করেই বেতন ভাতা নিয়ে যাচ্ছেন। এবং সংবিধানকে নানান ভাবে বির্তকিত অপব্যাখা দিয়ে যাচ্ছিলেন।

আদালত আর আওমী প্রধানের ইচ্ছায় বর্তমান সংবিধানকে এখন তেজপাতার ( সাদেক হোসেন খোকার মন্তব্যনুযায়ী) সংবিধান করে ফেলেছেন।

কালো বিড়াল মানুষকে নানান ভাবে অপমান অপদস্ত করে মুখটাকে বিকৃত করে বক্তব্য প্রদান করে নিজেকে খুব উচু দরের সংবিধান বিশেষজ্ঞ ভাবতেন।

প্রশ্ন হলো আওমী খাচায় এরকম বিড়াল থাকার পরও কেন ৫৮(১) নং অনুচ্ছেদ না পড়েই নাটক নামের আত্মঘাতি গোল দিলো আওমীরা ?

আমাদের সংবিধানে ৫৮(১) নং অনুচ্ছেদ নিয়ে বাবু সুরঞ্জিতের একটা ব্যাখা জাতি প্রত্যাশা করতে ছিলো।

যদিও ইনু মিনু, সহ সকল আওমী আইন বিশেষজ্ঞ একটি গভীর চোরাবালিতে আটকে গিয়েছে। তারা এই পদত্যাগ নাটক গরম আলুর মত মুখে নিয়ে বসে আছে । না পারছে গিলতে , না পারছে ফেলতে!!

আমার বাবা বলতো আহম্মকের মল লাগে নানান জায়গায়!

আওমীদের অবস্থা সেরকম হয়েছে। তারা সারা গায়ে ..........লাগিয়ে বসে আছে।

বিষয়: বিবিধ

১৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File