ইন্টারন্যাশনাল শব্দটা এই দেশে গণধর্ষনের শিকার হয়েছে।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০২ অক্টোবর, ২০১৩, ০৪:৩১:১৮ বিকাল

ইন্টারন্যাশনাল শব্দটা এই দেশে গণধর্ষনের শিকার হয়েছে।

এখানে চায়ের দোকানের নামের আগেও ইন্টারন্যাশনাল শব্দ জুড়ে দিতে দেখি। পরিবহন কোম্পানি তাদের বাসের নামের আগে, এমনকি পাড়ার হঠাৎ গজিয়ে উঠা কিণ্ডার গার্ডেন স্কুলের নামের আগেও ইন্টারন্যাশনাল শব্দ জুড়ে দেবার প্রবণতা এত বেশি যে অনেকেই এই শব্দের প্রকৃত অর্থ ভুলে যেতে বসেছে।

......................হালে আমাদের ১০০% লোকাল একটি ট্রাইবুনালের নামের আগেও এটা জুড়ে দেওয়া হয়েছে।

যেই ট্রাইবুনালের রায় নাকি লেখা হয়ে থাকে আরেকটি পৃথক মন্ত্রালয় হইতে!!

এবং এতটাই আন্তজাতিক এই ট্রাইবুনাল যে এখানে স্বাক্ষী দিতে আসলে আসলে স্বাক্ষীকে পরে ভারতের জেলে পাওয়া যায়!!

আর বিচারক একজন বেগানা পুরুষের সংগে রায় নিয়ে আলাপ আলোচনা করে!!

আরেক স্বাক্ষীর আবার গোপন ভিডিও প্রকাশ হয়!!

নিয়তীর নির্মম পরিহাস যে এই রায়ে ফাসি হওয়া সালাউদ্দিন কাদের এবং তার পরিবার এই ট্রাইবুনালকে তামশা বলে উল্লেখ করে, রায় কে আমলে না নিয়ে হাসি ঠাট্রায় আদালত পাড়ায় এক ভিন্ন মাত্রা যোগ করেছেন।

অবশ্য ইতিমধ্যে এই আর্ন্তজাতিক ট্রাইবুনাল স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের রায় এর খসড়া অংশ ফাস হয়েছে.!!!

সত্যি সেলুকাস।

বিষয়: বিবিধ

১৬১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File