তাহলে প্রশ্ন করছি মাননীয় প্রধান মন্ত্রী বিচার বিভাগ রাখার অদ্য কোন প্রয়োজন দেশে আছে কি?
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:১০:৫৪ সকাল
জামায়াত নেতাদের বিচার করার জন্য একটি বিশেষ ট্রাইবুনাল তৈরী করলো আওমীলীগ। সেটার নাম দেওয়া হল আন্তজাতিক ট্রাইবুনাল!!
এর বিচারের জন্য সব ধারা উপধারা তৈরী করলো আওমীলীগ এবং তাদের সহযোগী বাম দল গুলো।এবং সব কয়জন বিচারক নিয়োগ দিলো তারা। বিচারক নিয়োগের পূর্বে দেখা হল তাদের রাজনৈতিক ব্যাকগাউণ্ড। সব কিছু ভালোই ভালো শেষ করে ফেললো সরকার।
বলা হল এখানে ফেয়ার বিচার হবে। ন্যায় বিচার পাবে দুই পক্ষ। যদিও ন্যায় বিচার প্রশ্নে বরাবরি সন্দিহান ছিল জামায়াত সহ ১৮দলের নেতারা। তারপরও মিডিয়ায় শুশীল বুদ্ধিজীবরিা এমন ভাবে নানান প্রচরণা করে বললো যে এই আদালত অনেক ভালো হয়েছে। একজন সাধারণ নাগরীক হিসেবে আমিও সব বিশ্বাস করলাম। ভাবলাম যাক চল্লিশ বছর দেরি হলেও এবার আমরা সত্যিকারের দেশ বিরোধীদের বিচার করতে পারবো।
আমরা আদালতে ন্যায় বিচার পাবো।
অতপর প্রতিক্ষা।
এরপর দৈনিক আমার দেশ প্রকাশ করলো সরকার গ্যাছে পাগল হইয়া....!
ভীষন কৌতুক হল সেই নিউজ নিয়ে। পরিনামে আমারদেশ সম্পাদক স্বেচ্ছা বন্দি আর আদালতের মামলার খড়গ!
আর প্রধান বিচারকের পদত্যাগ এর মধ্যে দিয়ে ঐ ইশ্যু শেষ হল।
প্রথম মামলায় রায় হল ফাসি। বাহ সবাই খুব খুশি।
দ্বিতীয় মামলায় রায় হল যাবত জীবন!
মিডিয়ায় শুনলাম আতাত!
অতপর এই আন্তজাতিক আদালত কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবাই গেল শাহবাগ। দাবী এখন একটাই ফাসি চাই!
রাজাকারের ফাসি চাই।
রাজাকারের ফাসির জন্য গাটের পয়সা খরচ করে কথিত আন্তজাতিক আদালত তাহলে কেন হইলো!??
সবচেয়ে মজার ব্যাপার হলো এখন সরকার প্রধান মহান সংসদে দাড়িয়ে আদালতের বিরুদ্ধে কথা বলছেন। তিনি বলছেন শাহবাগের সাথে তিনি একমত!!
তাহলে প্রশ্ন করছি মাননীয় প্রধান মন্ত্রী বিচার বিভাগ রাখার অদ্য কোন প্রয়োজন দেশে আছে কি?
যারে ইচ্ছে ফাসিতে চড়ালেইতো জাতির ভবিৎষত উজ্জল হয়!
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন