গামের্ন্টস এ কর্মরত অবহেলিত ষ্টাফদের কথা কেউ বলেনা, অথচ তারা শ্রমিকদের চেয়ে বেশি নির্যাতিত...

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৫১:৪৭ সন্ধ্যা

গামের্ন্টস শ্রমিকদের জন্য অনেক কথা হচ্ছে যদিও তার বেশিরভাগই কথার কথা। প্রকৃত পক্ষে শেষ পযন্ত মালিকদেরই জয় হবে। মন্ত্রী, শ্রমিক নেতা, মিডিয়া, প্রশাষন সবি রাঘব বোয়াল মালিকদের টাকার কাছে অসহয় নতজানু..। বিক্রি হয়ে যাবে সবাই। তারপরও তাদের জন্য হয়ত লোক দেখানো কিছু দাবী মানা হবে।

তাদের চাকুরিচ্যুত করতে হলে মালিকদের ১২০ দিনের বেসিক বেতন,সার্ভিস বেনিফিট দিতে আর আনলিভের পয়সা দিতে হয়। নাহলে শ্রম আইনে মামলা করা যায়।

কিন্তু আমরা যারা গামের্ন্টস কর্মকর্তা আছি। আমাদের জন্য কোথাও কেউ নেই। আমরা হচ্ছি ষ্টাফ!

শ্রমিকরা কিছু হলেই আমাদের লাঠি নিয়ে তাড়া করে। মারধোর করে। আর মালিকরা উনিষের জাযগায় বিশ হলে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কোন কিছুই দেওয়া হয়না। আমরা সংখ্যায় অল্প নিম্ন মধ্যেবৃত্ত। আমাদের নির্যাতন করলে কোন প্রতিবাদ নেই।

আমার এক কলিগ দশ বছর কাজ করার পর যখন তার চাকুরি গেল তখন শুধু মাত্র এক মাসের মজুরি পেয়েছে!

আমি ও দশ বছর গামের্ন্টস লাইনে কাজ করছি। অনেক দেখেছি। অনেক সয়েছি। নিজের ভবিষ্যত নিয়ে আমিও সংকিত হই এখন।

আমাদের কথা কেউকি বলবেন? আমাদের ষ্টাফদের জন্য লিখবেন দু কলম?

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File