এখন আর মন খুলে লিখতে পারিনা। চারপাশ থেকে আতংন্ক আর ভয় দেখাচ্ছে সবাই!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৬ আগস্ট, ২০১৩, ০৮:২৬:২৬ রাত

সেদিন একটি প্রগামে আমরা কয়েকজন ব্লগার, ফেসবুকারগণ মিলিত হয়ে ছিলাম। যেখানে কয়েকজন বন্ধু আমার লেখার প্রসংশা করছিলো, হঠাৎ পাশ থেকে একজন সিনিয়র ব্গার বন্ধু বললো, ভাই আপনি জয় চাচাকে নিয়ে লেখা বন্ধ করেন। সরকারের সমালোচনা করেন সম্যসা নেই। কিন্তু জয়ের সমালোচনা করলে বেশ ঝামেলা হতে পারে!

আমি তার দিকে তাকিয়ে হাসলাম।

মনে হলো আসলেই আমরা খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের হাত পা বাধা নেই । কিন্তু তারপরও বাধা। মাহমুদুর রহমান ভাই এখনও জেলে। বন্ধ হয়ে গেছে ভিন্ন মতের সকল গণমাধ্যোম।

ফাঁকা ময়দানে জয় সাহেবরা খেলে যাচ্ছেন।

আমি তার ভেরিফাই পেজে লাইক দিয়েছি।

গতকাল তিনি বলেছেন তার সরকার সরকার ইন্টারনেট এর মেগাবাইটের দাম নাকি ৯৪% কমিয়েছেন!

এই দাবী যে কতটা অসাড় তা ফেসবুকের সবাই জানেন । কেননা গত পাচ বছরে এক পয়সাও বিল কমেনি।

তিনি বলেছেন আমি বিল কমাবো! যদি ক্ষমতায় আবার যাই!

আমি শব্দটা যোগ হওয়ায় অনেকেই মনে করে থাকতে পারেন তিনিই এখন বিলটা কমাচ্ছেন না!!

যাইহোক আমি গত ট্রামে কাউকে ভোট দেইনি। দল হিসেবে আওমী বিএনপি কেউই আমার ভোট অর্জন করার যোগ্যতা অর্জন করতে পারেনি।

এখনও বিএনপি এমন কোন কাজ করতে পারেনি যার জন্য তাদের ভোট দিবো। আর জামায়াতও আমার পছন্দের কোন দল নয়। আর দল হিসেবে আওমীলীগ এবার রাষ্ট্র পরিচালনায় এতটাই বাথ্য হয়েছে যে তাদের আসন সংখ্যা এবার ডাবল ডিজিটে যায় কিনা সেটাই একটা প্রশ্ন!

এই অবস্থায় আম পাবলিক হিসেবে বিএনপি জোটের দিকে তাকিয়ে আছি।

এবার ভোট কেন্দ্রে যাবো। এবং ধানের শীষে ভোট দেবার আশা করছি।

বিষয়: বিবিধ

১৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File