সময় এসেছে তরুনদের সামনে, নৌকা আর ধানের শীষের বিকল্প খুজে নেওয়া। দেশকে ভালোবাসে এমন কোন শক্তির সৃষ্টি করার জন্য প্লট তৈরী করা।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩৯:১২ সন্ধ্যা
শাহবাগের আজকের সমাবেশ দেখতে ছিলাম টিভি পর্দায়। যদিও টিভি আমি তেমন একটা দেখিনা । সময়ের অভাব। যতটুকু সময় পাই ব্লগেই থাকি।
শাহবাগের তরুণদের দেখে খুব ভালো লাগলো । তারা ঘর ছেড়ে বের হয়েছে। তারা ভাবছে শাহবাগ গিয়ে ফাসির দাবিতে একত্রতা ঘোষণা করা দেশের প্রতি তাদের ভালবাসার বহিপ্রকাশ। তারা আনন্দর সাথেই শাহবাগে যাচ্ছে ।যাচ্ছে নবীন প্রবীন সকলেই।
টিভি চ্যানেল গুলির তরুণ সাংবাদিকদের কণ্ঠ কেপে উঠছে আবেগে। তারা ভীষণ আবেগকান্ত। আবেগে ফেটে পড়েছে পুরো জাতি। সবার মুখে একটাই দাবী ফাসি চাই।
সমাবেসে অনেক ফাক ফোকর ছিল সম্মনয়হীনতা ছিল। তবে তা নিয়ে সমালোচনা করতে আমি চাইনা। আমি তারুণ্যর দেশপ্রেমে মুগ্ধ।
ঢাকার বাইরে থাকি বলেই টিভি পর্দায় চোখ রাখতে ছিলাম।
ইতিপূর্বে আমি অনেক সভা সমাবেশ দেখেছি। সেখানে দেখতাম মঞ্চের বড় নেতাদের দিকে ক্যামেরা গুলির ক্লোজ র্শ্ট। কিন্তু এই সমাবেসে দেখলাম রাস্তায় বসে থাকা সবাই যেন স্টার। তাদের কথা গুলো প্রচার করতে আগ্রহী চ্যানেল গুলো ।
ছাত্রলীগ এর নেতারা যখন মঞ্চে উঠে ভাষন দিতে ছিলেন চারদিকে ভুয়া ভুয়া রব উঠতে ছিল..
অবাক হচ্ছিলাম। টিভি পর্দায় একজন সাংবাদিক বললেন পিজিতে চিকিৎষা নিতে যাওয়া গোলাম আজম নাকি ভয়ে হাসপাতাল ছাড়তে চাচ্ছেন।
জেনে ভালো লাগলো । আমরা কখনোই দেখিনি রাজাকার রা ভয় পেয়েছে, বরং স্বাধীনতার পর শেখ মুজিব তাদের ক্ষমা করে দেন।
মুজিব সাহেব তার জীবনের সবচেয়ে বড় ভুলটা তখনি করেছিলেন। যার প্রায়শ্চিত করেছেন জীবন দিয়ে। পরবত্তীতে মেজর জিয়ার সময়ে গোলাম আজম নাগরিক্ত পান। শুরু হয় স্বাধীনতা বিরোধীদের পথ চলা।
এরপর শেখ হাসিনা ক্ষমতার লোভে জোট করেন জামায়াতের সাথে। খালেদাকে ক্ষমতা থেকে নামানোর জন্য জামায়াত সিড়ি হিসাবে ব্যাবহার হয়। সেই একই জামায়াতকে পেতে দুটি বড় দলের টানা টানি দেখে দেশের সাধারণ জনগণ চরম ভাবে লজ্জিত হয়।
কিন্তু বিকল্প না থাকায় ভোট দেওয়ার জন্য নৌকা অথবা ধানের শিষকেই বেছে নিতে হয়।
সময় এসেছে তরুনদের সামনে, নৌকা আর ধানের শীষের বিকল্প খুজে নেওয়া।
দেশকে ভালোবাসে এমন কোন শক্তির সৃষ্টি করার জন্য প্লট তৈরী করা।
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন