এরশাদের মতো বিশ্ববেহাকে নিয়ে হাসিনা খালেদার হাস্যকর টানাটানি! গণতন্ত্র হত্যাকারীর আস্ফালন!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৪ জুলাই, ২০১৩, ০৬:৪২:৪২ সন্ধ্যা



হাসিনা খালেদা মুখে যাই বলুক চেয়ারের লোভে তারা সবাই যেন এক কাতারে! নাহলে ৯ বছর স্বেরশাসন চালানোর পরও কেন তারা এই বিশ্ববেহায়াকে নিয়ে এতো টানা হেচরা করছে?

এরশাদকে কেন জেল থেকে বের করা হলো?

আমি মনে করি এদেশের গনতন্ত্রের সাথে বেঈমানি করেছে হাসিনা এবং খালেদা। বর্তমানে বুঝিনা খালেদা জিয়া কেন পরিতাক্ত দল জাতিয় পার্টিকে জোটে টানতে চাচ্ছে? এরশাদের মত বিশ্ব বেহায়াকে দলে নেবার এত কি প্রয়োজন পড়লো? রাজনৈতীক ভাবে তবে কি বিএনপি দেওলিয়া হয়ে গেল?

এরশাদ সকালে এক কথা বলেন বিকেলে আরেক কথা বলেন তার মত মেরুদণ্ডহীন নিলজ্জ মানুষ সারা পৃথিবীতে আর একটা আছে বলে আমার জানা নেই।

করুণা হয় যারা এখনও এরশাদকে সমর্থন করেন তাদের জন্য।

রাজনৈতীক পতিতাখ্যাত সাবেক স্বৈরশাষক এরশাদ সুযোগ পেলেই হাসিনা খালেদার কোলে উঠতে চায়। ভাবখানা এমন যেন এরশাদ ছাড়া কেউই ক্ষমতায় যেতে পারবে না।

এই বিশ্ব বেহায়া গতকাল বলছে সে নাকি ১৮দলকে সর্মথন দিয়েছে!

২৪ঘন্টা না যেতেই আজ আবার ব্রেকিং নিউজ

এরশাদ নাকি আবার মহাজোটকে সর্মথন দিছে!!?

ভাব দেখে মনে হচ্ছে এই লোভি স্বৈরশাষক এখনও নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। কিন্ত সত্যি হলো এরশাদের সর্মথনের কানা কড়ি মূল্যও নেই।

অবশ্য ইতিমধ্যোই গাজিপুরের জাতিয়পার্টি নেতারা এরশাদের পল্টিবাজিকে মানবে না বলে ঘোষণা দিয়েছে।

একটি অরাজনৈতীক সিটি নির্বাচন নিয়ে সরকার এবং বিরোধী দলের এতো সিরিয়াসনেস দেখে আমি খুবেই অবাক!

এই নির্বাচণে যেই জিতুক তাতে দেশের আম জনতা এবং গনতন্ত্রের জন্য কোন সুফল বয়ে আনবে না।

কারণ গনতন্ত্রকে বড় দলগুলি কখনোই ভালোবাসেনা। জনগণের উন্নায়ন নয় বরং পুত্রকন্যা ও স্ত্রীদের নামে সম্পত্তির পাহাড় গড়াটাই বড় কথা।

চট্রগ্রামে নারায়ণগঞ্জে এবং কুমিল্লায় সরকার বিরোধীরা সিটি কর্পারেশনে পাশ করেছে। কিন্তু দেশের আমজনতার কোন উন্নতী আমার নজরে পড়েনি।

ঢাকা সিটিতেও সাদেক হোসেন খোকা বহুদিন ছিলো কিন্তু কি হয়েছে?

হাসিনা সরকারও বিপুল সিট পেয়ে ক্ষমতায় এসেছে কৈ কি হয়েছে?

সত্যি বলতে দেশকে ভালোবাসে এমন দলের সৃষ্টি হয়নি। সবর্ত্র চোরের রাজ্যত্ব!

বিষয়: বিবিধ

১৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File