আবদুল গাফফার চৌধুরীর আসিফ বন্দনা। হেফাজত নাকি কোটি কেটি টাকা খেয়েছে দুই দলের কাছ থেকে!!
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০২ জুলাই, ২০১৩, ০৫:১৩:৪৯ বিকাল
লণ্ডনের দূরবীনখ্যাত সাবেক চটি লেখক আবদুল গাফফার চৌধুরী গতকাল জাতীয় পার্টির দৈনিক যুগান্তরে একখানা কলাম লিখেছেন। সেই কলামের শুরুতেই তিনি আরেক নাস্তিক চটি লেখক আসিফ মহিউদ্দিনের ভুয়সী প্রশংসা করেছেন। তিনি স্বিকার করেছেন আসিফ এর জামিনের জন্য তিনি তদবীর করেছেন। তার দাবী কাঠ খড় পুড়ানোর জন্যই নাকি আদালত তাকে মুক্তি দিয়েছে।
আগাচৌ তার লেখায় বিভিন্ন মন্ত্রীকে ফোন দিয়ে সে যেসমস্ত অর্ডার করে তার বিবরণ ও দিয়েছেন।
আগাচৌ আসিফের নাস্তিকতা মূলক লেখার ভূয়সী প্রশংসা করে লিখেছেন, নাস্তিকতা কোন অপরাধ নয়!
আগাচৌ সব সময়ই নগ্নদলবাজি করে সরকারের দালালী করেন। তার লেখায় কোন রকম যুক্তি নেই। মিথ্যে জাল তথ্য দিয়ে তিনি লিখেন বলে সচরাচর আমি ওনার লেখা পড়িনা। বহুদিন পর আগাচৌয়ের লেখা পড়ে অনেকক্ষন হাসলাম। আত্ম বন্দনা আর আমি কি হনুরে টাইপের এই লেখা পড়ে ভাবলাম যুগান্তর পত্রিকার সম্পাদক আসলেই সরকারের দালাল। নাহলে এরকম লেখা যার পুরো অংশ জুড়েই সরকারকে দিক নির্দেশনা দিয়েছেন। এসব পড়ে পত্রিকার পাঠকের কি লাভ হবে?
আগাচৌ এমন সব লোকের রেফারেন্স দিয়ে লিখেন যারা আগেই মারা গিয়েছে! তিনি ফোন করে অনেক কিছু জানেন তবে সেই ফোন কাকে করেন তার উল্লেখ নেই!
ভুল আর মিথ্যা তথ্য দেবার কারনে অনেক পত্রিকাই গাফফারকে বহিস্কার করেছেন।
গাফফার দাবী করেছেন হেফাজত নাকি আওমী এবং বিএনপি দুই দল থেকেই কোটি টাকা খেয়েছেন!
এক দিকে নাস্তিক বন্দনা অন্য দিকে হেফাজতের বিরুদ্ধে মিথ্যা কথা লিখে আগাচৌ প্রমাণ করেছেন তিনি ভাড়াটে লেখক।
বিষয়: বিবিধ
২১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন