কামরুলকে প্রশ্ন করতে ইচ্ছে করছে বটতলার উকিল তুমি কি জানোনা বিচারক নথি আর স্বাক্ষি দেখে রায় দেয়। মিছিল দেখে নয়।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৬:৫৭ রাত

কয়েক দিন আগে ট্রাইবুনালের ১ এর বিচারক এর স্কাইপ স্যাণ্ডাল নিয়ে মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ রিপোট করেছিল। সরকার গ্যাছে পাগল হইয়া.....! নামের সেই প্রতিবেদন গুলি পড়ে ছিলাম।

সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিলো বিচারটা প্রহশন মাত্র। জাষ্টিস নয় বরং কোন মহলকে খুশি করাই যেন সরকারের কাজ। আমার দেশ যখন রিপোর্ট করলো তখন দেশের আতেল, মোসা সাহেব, গ্রহপালিত বুদ্ধিজীবীরা দেশ গেল দেশ গেল রব উঠিয়ে দিচ্ছিলো। ট্রাইবুন্যাল তখন মসজিত মন্দিরের মত ব্যাপার ছিল। আর বিচারক রা ছিলো তখন ঈশ্বর প্রদত্ত ফেরেস্তা।

টকশোতে ছিল আমার দেশের গুষ্টি উদ্ভার করার মিছিল।

কিন্তু হায় সেই ফেরেস্তা তুল্য বিচারকদের এখন বলা হচ্ছে রাজারকার!!

হায় নিয়তি ! বেচারা বিচারকদের এখন কুল রাখি না শ্যাম রাখি অবস্থা। এখন হয়ত পদত্যাগি বিচারক মনে শান্তি পাচ্ছেন।

আমার মনে হচ্ছে এই রায় এবং শাহবাগের মিটিং সবি সরকারের সাজানো।

সরকার নাটক করছে। তারা রাজাকারদের ফাসি নয় বরং রাজাকারদের গুটি বানিয়ে খেলতে চাইছেন। কথিত আন্তজাতিক ট্রাইবুনাল যে কতটা আন্তজাতিক এই রায়ে তা প্রমাণ হয়েছে।

দুঃখ আমজনতার জন্য তারা না বুঝেই শাহবাগে গিয়ে সরকারের অসৎ উদ্দেশ্যে শিকার হচ্ছে।

কামরুল বলছে জনতা আগে জাগলে নাকি রায় অন্য রকম হতে পারতো!!

কামরুলকে প্রশ্ন করতে ইচ্ছে করছে বটতলার উকিল তুমি কি জানোনা বিচারক নথি আর স্বাক্ষি দেখে রায় দেয়। মিছিল দেখে নয়।

কয়েক দিন আগে ট্রাইবুনালের ১ এর বিচারক এর স্কাইপ স্যাণ্ডাল নিয়ে মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ রিপোট করেছিল। সরকার গ্যাছে পাগল হইয়া.....! নামের সেই প্রতিবেদন গুলি পড়ে ছিলাম।

সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিলো বিচারটা প্রহশন মাত্র। জাষ্টিস নয় বরং কোন মহলকে খুশি করাই যেন সরকারের কাজ। আমার দেশ যখন রিপোর্ট করলো তখন দেশের আতেল, মোসা সাহেব, গ্রহপালিত বুদ্ধিজীবীরা দেশ গেল দেশ গেল রব উঠিয়ে দিচ্ছিলো। ট্রাইবুন্যাল তখন মসজিত মন্দিরের মত ব্যাপার ছিল। আর বিচারক রা ছিলো তখন ঈশ্বর প্রদত্ত ফেরেস্তা।

টকশোতে ছিল আমার দেশের গুষ্টি উদ্ভার করার মিছিল।

কিন্তু হায় সেই ফেরেস্তা তুল্য বিচারকদের এখন বলা হচ্ছে রাজারকার!!

হায় নিয়তি ! বেচারা বিচারকদের এখন কুল রাখি না শ্যাম রাখি অবস্থা। এখন হয়ত পদত্যাগি বিচারক মনে শান্তি পাচ্ছেন।

আমার মনে হচ্ছে এই রায় এবং শাহবাগের মিটিং সবি সরকারের সাজানো।

সরকার নাটক করছে। তারা রাজাকারদের ফাসি নয় বরং রাজাকারদের গুটি বানিয়ে খেলতে চাইছেন। কথিত আন্তজাতিক ট্রাইবুনাল যে কতটা আন্তজাতিক এই রায়ে তা প্রমাণ হয়েছে।

দুঃখ আমজনতার জন্য তারা না বুঝেই শাহবাগে গিয়ে সরকারের অসৎ উদ্দেশ্যে শিকার হচ্ছে।

কামরুল বলছে জনতা আগে জাগলে নাকি রায় অন্য রকম হতে পারতো!!

কামরুলকে প্রশ্ন করতে ইচ্ছে করছে বটতলার উকিল তুমি কি জানোনা বিচারক নথি আর স্বাক্ষি দেখে রায় দেয়। মিছিল দেখে নয়।

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File