এই রায়ে আমি খুশি। সরকারের নিলজ্জ ইউটার্ন দেখে মজা পাচ্ছি

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৩১:১৫ সন্ধ্যা

কাদের মোল্লা নামের একজন জামায়াত নেতার বিরুদ্ধে সরকারের মানবতা বিরোধী মামলার রায় হয়েছে। কাদের মোল্লা ৭১ রাজাকার ছিলেণ তিনি অনেক অপকর্ম করেছেন বলে আদালতে সাক্ষ দেওয়া হয়ে ছিল m/ m/ m/ m/ m/ Clown Clown

কিন্তু এই রায়ে তার যাবত জীবন জেল হয়েছে!!। রায়ের আগের আজকের হরতাল কাদের মোল্লার জীবন বাচালো। কারণ বেশির ভাগ মানুষের ধারণা ছিল ফাসি হবে তার। যেহেতু ছয়ের মধ্যো পাঁচ পেয়েছে। আর রায়ের কিছু অংশ আগেই পড়ে ছিলাম আমার দেশের সৌজন্যে।

তবে শেষ মুহূতে বিরাট চমক।

অনেকের মত আমি ভাবছি না, আমার মনে হচ্ছে সরকার জাময়াতের সহিংসতার কারনেই ইউ টার্ন নিয়েছে।

নাহলে মতিঝিলের মতন জায়গার গতকাল সো ডাউন করলো কেমনে?

তবে হাসিনার গদি রক্ষা করা সহজ হবে বলে মনে হয়না।

সরকারের গৃহ পালিত বুদ্ধিজীবীরা টিভি চ্যানেলে দেখলাম খুব গোসা হইছে। তারা এই আন্তজাতিক(!)আদালতের বিরুদ্ধে বলছে।

মন্ত্রীরাও মুখে মুখে বলছে তারা রায়ে নাকি খুশি না!!

তবে আমার মনে হচ্ছে হাচিনা সরকার ইচ্ছে করেই এই রায় দিয়েছে।

খুব মজা পাচ্ছি দেখে। Eat m/

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File