সজল খালেদ পর্বত জয় করার চেয়ে আপনার সন্তানের পাশে বেচে থাকাটা বেশি জরুরী ছিলো।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৭ মে, ২০১৩, ০৮:৫৫:৪১ রাত





সজল খালেদ এর মৃত্যুতে আমার ভীষণ খারাপ লেগেছে। বিশেষ করে ছেলে কোলে নিয়ে তার ছবি টা দেখার পর নিজেকে খুব অসহয় লেগেছে। আমি একজন বাবা আমারও এই বয়সের একটা সন্তান আছে। প্রতিদিন বাসায় ফিরলে কলিং বেলের শব্দ পেলে সে দৌড়ে আসে। কাধের ব্যাগ না নামিয়েই তাকে বুকে জড়িয়ে ধরতে হয়।

বাবার কাছে সন্তানের এই ভালোবাসা থেকে সজল খালেদ তার সন্তানকে বঞ্চিত করলো।

স্ত্রী সন্তান আর ক্যারিয়ার নিয়ে ভালো থাকা সজল খালেদ কেন পাহাড় জয় করতে গেল আমি ঠিক বুঝিনা!

পবর্ত জয় করতে পারলে প্রথম আলো চ্যানেল আইর মত সংবাদ মাধ্যেম তাকে অনেক কভারেজ দিতো হয়ত। কিন্তু একজন ভালো বাবা হওয়া তারচেয়ে অনেক সম্মানের ছিলো।

এই নিঃস্পাপ শিশুটির জীবনটাতে যে শূন্যতা তৈরী হলো তার দায় কে নিবে।

আমার এই লেখায় অনেকেই ভীন্নমত দিতে পারেন। তবে আমি আমার মত করে ভেবেছি।

সজল খালেদের লাশ টা শেষ পযন্ত খুজে পাওয়া গেলনা। এই ছেলেটা তার বাবার কবরটার পাশে দাড়িয়ে দুই ফোটা অশ্রু ফেলতেও পারবে না।

শিশুটাকে দেখে সাগর রুনীর সন্তানটার কথাও ভেষে উঠলো মনের ভেতর।

আল্লাহ পরম করুনাময় তুমি সব শিশুর বাবাদের কাজ শেষে ঘরে ফিরতে দিও। পৃথিবীর কোন শিশুই যেন এতিম না হয়।

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File