রহস্যময় গুম হবার পর ইনডিয়ায় উদ্ধার সুখরঞ্জন বালি!
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১৭ মে, ২০১৩, ০৯:৩৩:১৫ রাত
আমাদের দেশে নদী নালার কোন অভাব নেই। এই সব নদী নালায় প্রায়ই বস্তা বন্দি লাশ পাওয়া যায়। সরকারের বিশেষ বাহিনী অথবা বেসরকারী বাহিনী যার কবলেই পাবলিক পড়ুক তার অবস্থা কেরোসিন।
শেয়াল কুকুরে লাশ নিয়ে টানাটানি হওয়াটাই স্বাভাবিক ঘটনা।
কিন্তু হঠাৎ করেই সরকারী বাহিনীর হাতে গুম হওয়া সুখরঞ্জন বালির ইনডিয়ান জেলে বন্দি থাকার নিউজটা বেশ ভাবনার বিষয়।
সোসাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে। তবে বেসরকারী বিটিভি গুলো কানে কুলুপ দিয়ে থাকায় সরকার কিছুটা স্বস্তিতে আছে।
ইলিয়াস আলি এবং তার গাড়ি চালক বহুদিন নিখোজ অনেকের ধারণা তারা গুমের পর নিহত হয়েছেন।
এই সরকার ক্ষমতায় আসার পর গুম খুব আলোচিত হয়েছে।অসংখ্য মানুষ গুম হয়ে গেছে। দিনের পর দিন স্বজনের পথ চেয়ে থাকলেও তারা ঘরে ফেরেনি। একটা মানুষ মারা গেলে তার শোক এক সময় কমে যায় হয়ত। কিন্তু গুম হওয়া মানুষের জন্য প্রতি সেকেণ্ডের এই প্রতিক্ষা যে কতটা বেদনা বিধুর তা ভাষায় প্রকাশ করার মত নয়।
মাহমুদুর রহমানতো বইএই লিখে ফেলছেন, গুম রাজ্যে প্রত্যাবর্তন!
অবশ্য মাহমুদুর রহমান গুম হবার ভয়ে নিজ পত্রিকা অফিসেই লুকিয়ে ছিলেন কয়েক মাস! অবশেষে সরকারী বাহিনী কমাণ্ড কায়দায় তাকে সরকারের হেফাজতে নিয়ে গেছেন।
যাইহোক সুখরঞ্জন বালির ভাগ্য ভালো অথবা তিনি একটি বিশেষ ধর্মীয় বলেই গুম হবার পর শ্বাস নিতে পারছেন।
নিউএজ, মানব জমিন পড়ে আমি কিছুটা হতবাকই হয়েছি। স্বাধীনতার ৪২বছর পর যখন একজন নাগরিককে আদালতের সামনে থেকে সরকারী বাহিনী অপহরণ করে ভিনদেশে জেলে রাখে সেটা কতটা গৌরবময়?
ভিন্ন মতের সব গুলো মিডিয়াকে হত্যা করে সরকার এখন ইন্টারনেট এর গতিও কমানোর পায়তার করছে। এসব করে হয়ত তারা সুখরঞ্জন বালির ঘটনার মত অনেক কিছুই চাপা দিয়ে রাখতে চায়।
কিন্তু সেটা অদ্য সম্ভব কি?
মতিঝিলে কোন হত্যা হয়নি বলে বেনজির সাহেব যে রাজনৈতিক বক্তব্য দিয়ে ছিলেন তা অসাড় প্রমান করেছে আল জাজিরা। আসলে নিজের দুই চোখে হাত দিয়ে বন্ধ করে রাখলে অন্যদের চোখের আলো কিন্তু বন্ধ হয়না।
সুখরঞ্জন বালির জন্য শুভ কামনা।
একটা মানুষও যেন তার নাগরিক অধিকার না হারায়। প্রতিটি মানুষ নিরাপদে থাকুক। প্রতিটি পরিবার থাকুক সুখে, এই কামনা করছি।
বিষয়: বিবিধ
১৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন