জাতীয় ব্লগার সম্মেলন ২০১৩, আসছেন কবি আল মাহমুদ, আসাদ চৌধুরী , ফরহাদ মজহার সহ অনেকেই। পাশে থাকুন। আপনিও আসুন

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০২ মে, ২০১৩, ১১:৫৯:২৪ সকাল

জাতীয় ব্লগার সম্মেলন ২০১৩, কে নিয়ে অনলাইন এবং অফলাইনে থাকা লেখক ভাইদের সাড়া পেয়ে আমরা সত্যি অভিভূত। প্রচুর ফোন পাচ্ছি।আমরা ভেবেছিলাম শুধু ঢাকার বন্ধুরাই থাকবে এখন দেখছি ঢাকার বাইরে থেকেও অনেকই বলে ফোনে কনর্ফাম করছেন।

আমাদের প্রগামে প্রধান অতিথি হিসেবে থাকবেন কবি আল মাহমুদ। এছাড়াও কবি আসাদ চৌধুরী, ফরহাদ মজহার সহ অনেক প্রিয় লেখকরাও থাকবেন বলে আমাদের আসস্থ্য করেছেন।

আমরা আশা করছি আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো।

আমরা মূলত ব্লগারদের কথাই বেশি শুনতে চাই। তাই যারা ফোন করে আমাদেরর নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন তাদের বলবো দয়াকরে কাগজে লিখে নিয়ে আসুন।

প্রগামে আপনার কথা গুলো সংক্ষেপে বলুন।

আমরা বিশ্বাস করি সবাই মিলে একসংঙ্গে কাজ করতে পারলে বহুদুর যাওয়া যাবে।

সকলের কাছে আরেকটি অনুরোধ এই প্রগামের প্রচারণা করুন।

বন্ধুদের বলুন ।

কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) হোক গণ মানুষের কণ্ঠস্বর।

আমার বর্ণমালা ও এসবি ব্লগ খুলে দেবার দাবিতে ব্যানার সহ কেউ যদি আসেন তবে খুব ভালো হয়।

মুক্ত মতের পক্ষে কাজ করার জন্য আবারো সবাইকে আমন্ত্রণ।

ভালো থাকুন। শুভ কামনা রইল।

সার্বিক যোগাযোগঃ

সাংবাদিক, সরোজ মেহেদী ০১৯১৫ - ১৬৪৬৯৫,

সাংবাদিক, মাহমুদা ডলি, ০১৭২৬ - ৪৭৮৯২৬,

ব্লগার, এমএম ওবায়দুর রহমান ০১৯২২ - ০০৯৯৮৪।

(অ্যাডমিন সিবিএফ)

বিষয়: বিবিধ

১৬৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File