টিভি সাংবাদিকদের সহজে তারকা হবার লোভ আর নৈতিকতা বির্সজন দিয়ে হলুদ সাংবাদিকতা ....... কোথায় যাচ্ছে মিডিয়া?

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০১ মে, ২০১৩, ০৮:৩৯:৫৫ রাত





বর্তমানে বাংলাদেশে ডিজিটাল ব্যানার আর টিভি চ্যানেল খুব বেশি সস্তা হয়ে গেছে। যত্রতত্র এদের দৃষ্টিকটু বিচরণ।

বিশ্বের অন্য কোথাও বোধকরি এরকম সব চ্যানেলেই সংবাদ চ্যানেল হয়ে যায়না।

বিনোদন এখন শিকায় উঠেছে।

বিনোদনের আশায় টিভি খুলতেই দেখা যায় টকশো নামের দলীয় প্রচারণা। অখ্যাত বিখ্যাত সব ভাড়াটে বুদ্ধিজীবীদের উৎপাত।

চ্যানেল মালিকদের দলীয় মতবাদ প্রচারের আখড়া হয়ে উঠেছে টিভি ষ্টেশন গুলো।

যাকে তাকে চ্যানেল ধরে কতৃপক্ষ হাতে মাইক্রোফোন দিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছে। টিভি সাংবাদিক হয়ে সহজে ষ্টার হয়ে যাবার লোভে অনেক তরুন সাংবাদিক বন্ধুরাই একটু বেশি মাত্রায় আবেগী হয়ে পড়ছেন। তাদের আচরণ অনেক সময় মাত্রার বাইরে চলে যাচ্ছে। যেমন খেয়াল করুন উপরের ছবিটা। কতটা আহম্মক হলে কবরে ঝুতা আর মাইক্রোফোন নিয়ে নিয়ে নেমে পড়ার মত আইডিয়া মাথায় আসে।

প্রযাপ্ত টেনিং আর সাংবাদিকতার বেশিক জ্ঞান না থাকার কারনেই এমনটা হয়েছে ।

বর্তমান সময়ে সহজে ষ্টার হবার বাতিক ধরেছে থরুণদের। তারা কোন রকম পরিশ্রম না করেই তারকা হতে চায়।

পত্রিকায় যারা বছরের পর বছর ধরে রিপোর্ট লিখছে তাদের কাজের মূল্য আমরা কজন দিচ্ছি?

আসলে বর্তমান সময়ে টিভি মিডিয়ায় অনেক ভালো কাজ হলেও তা অনেক সময় দর্শকদের আহতও করে । টিভি মিডিয়ায় হলুদ আর পক্ষপাত দোষে আকান্ত্ নিউজ দেখে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন।

প্রিন্ট মিডিয়ায় যেমন প্রথম আলো আর জনকণ্ঠ হলুদ সাংবাদিকতার জন্য বিখ্যাত তেমনি বর্তমান সময়ে টিভি চ্যানেল গুলির কথা যদি বলি তবে সত্য আর নিরপেক্ষ নিউজ এজেন্সি খুজে পাওয়া মুসকিল তবে ৭১ চ্যানেল যা করছে তা কে কি বলবো তারা অনেক সময় বিটিভিকেও হার মানিয়ে দিয়ে যাচ্ছে।

কিন্তু আসলেই কি তারা ঠিক কাজটি করছে?

যে কোন মানুষ ব্যাক্তিগত রুচি অনুযায়ী রাজনৈতিক দল গুলিকে সর্মথন করে সত্যি কিন্তু নিউজের ক্ষেত্রে সবাই নিরপেক্ষ সত্য খবরটাই শুনতে চায়।

কিন্তু মিডিয়া সুচতুর ভাবে ভিনদেশি কালচার আর দলবাজি নিউজ প্রচার করে যাচ্ছে।

হলুদ সাংবাদিকতা অবশ্য বর্তমান সময়ে মাত্রা ছাড়িয়ে গেছে।

ফেসবুকে সময় টিভির যে সাংবাদিকের এই ছবি দেখছি তাতে সময় টিভির উচিৎ এখুনি দুঃখ প্রকাশ করা। আর

এইসব অপরিপক্কদের বিদায় করা।

এরা আসলে সাংবাদিকতার নামে যা করছে তা তামশা ছাড়া কিছু নয়।

কয়েকদিন ধরে লাশের ছবি বিক্রি করে চ্যানেলেল অনেক পয়সা কামাই হচ্ছে সত্যি কিন্তু তাই বলে ধর্মীয় ব্যাপারে তাদের উদাশিনতা কাম্য নয়।

বিষয়: বিবিধ

২১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File