জাতীয় ব্লগার সম্মেলন ২০১৩, সর্ম্পকে দুটি কথা।
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০১ মে, ২০১৩, ১১:২০:৫৫ সকাল
জাতীয় ব্লগার সম্মেলন ২০১৩।
এর আমন্ত্রন জানিয়ে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। অনেকেই দেশ-বিদেশ থেকে আমাদের উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে। সকলের কাছেই আমরা কৃতজ্ঞ।
আশা করছি আপনাদের সহযোগীতায় এটি একটি সফল প্রগাম হবে।
মানুষের ভালোবাসা ছাড়া কোন কিছুই অর্জন করা যায় না। আর সেই ভালোবাসা পেয়ে আমরা অভিভূত।ভাবতে পারেনি এত দ্রুত আমরা এমন সাড়া পাবো। সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
ফেসবুকে, ব্লগে অনেকেই আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
তাদের জানাচ্ছি সাদর আমন্ত্রন।
দয়াকরে আমাদের আনুষ্ঠানিক জানান। ইনবক্স করুন।
আগামী ৪ই মে শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব চত্তরে ব্লগার সম্মেলনে যেই ভাইবোনেরা অংশ গ্রহন করবেন তাদের প্রতি আনুরোধ দয়াকরে আমাদের আগেই যদি একটু ফোন করে জানান তবে আমাদের জন্য অনেক ভালো হয়। অনেকেই ঢাকার বাইরে থেকে আসবেন বলে জানিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা, সেই সাথে অনুরোধ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।
এবার ভিন্ন একটি ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষন করছি।
কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) পেজটি একটি অরাজনৈতিক পেইজ। শাহবাগিরা তার রাজনৈতিক রুপ দিতে ইতোমধ্যে অপচেষ্টা শুরু করেছে। অবশ্যই আমাদের নির্দিষ্ট আদর্শ রয়েছে। আমরা সেভাবেই কাজ করে যাব।
তবে কোন অবস্থাতেই কোন রাজনৈতীক দলের পক্ষে আমরা কাজ করবোনা বলে আপনাদের কথা দিচ্ছি। আমরা কোন দল বা গোষ্টির পক্ষে কাজ করবোনা। আমরা স্বধীনমতের পক্ষে কাজ করবো। আমরা সবর্দাই সমাজের নিপিড়িত গণমানুষের কথা বলবো তাদের জন্য কাজ করবো।
কেউ নির্যাতিত হলে আমরা সেসবের প্রতিবাদ করবই। আশাকরি আপনার মতামত জানাবেন।
পাশে থাকবেন। সবার জন্য অনেক ভালোবাসাময় শুভেচ্ছা রইলো ভালো থাকুন ।
সার্বিক যোগাযোগঃ
সাংবাদিক, সরোজ মেহেদী ০১৯১৫ - ১৬৪৬৯৫,
সাংবাদিক, মাহমুদা ডলি,০১৭২৬ - ৪৭৮৯২৬,
ব্লগার, এমএম ওবায়দুর রহমান ০১৯২২ - ০০৯৯৮৪।
(অ্যাডমিন সিবিএফ)
বিষয়: বিবিধ
১৪৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন