মহামান্য রাষ্ট্রপ্রতি আপনাকে স্যালুট! খুন করলে ফাসি মওকুফ, আর পিটাইলে নিশ্চিত পদক!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৩ জানুয়ারি, ২০১৩, ০৪:২৫:১৭ বিকাল





বাংলাদেশ এখন আর্শ্চয্য এক দেশে রুপান্তিত হয়েছে। হাসিনা শাষিত এই দেশে আমাদের বিনোদনের যেন আর শেষ নেই।

গতকাল রাষ্ট্রপ্রতি বিতরনের সময় এমন একজন পুলিশের গলায় রাষ্ট্রপ্রতি পদক ঝুলিয়ে দেওয়া হল যিনি বর্তমান সংসদের প্রধান বিরোদী দলের হুইপ।

যিনি প্রায়২৫ বছর যাবত জনগনের নির্বাচিত প্রতিনীধি হয়ে রাজনীতি করছেন।

জয়নুল সাহেবকে গায়ের পোশাক খুলে কুত্তার বাচ্চা বলে গাল দিয়ে ঝাপিয়ে পড়েছিলেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুন। সারা দেশে সমালোচনার বন্যা বয়ে গিয়ে ছিল।

বিশ্বমিডিয়ায় আলোচিত হয়ে ছিল।

সাধারণ জনগণ ভেবে ছিল হারুনকে চাকুরীচ্যুত করা হবে। কিন্তু একমাত্র বাংলাদেশ বলেই হারুনকে প্রমশন দেওয়া হয়েছে। তাতেও কিছু বলিনি।

কিন্তু আজ যখন স্বাধীন সাবভৌম্য রাষ্ট্রের সবোচ্চ্য সম্মান পদক একজন মাথামোটা দলীয় আজ্ঞাবহ পুলিশ কর্মকর্তার গলায় ঝুলানোর সময় নিলজ্জের মত বলা হয় আমরা পুলিশকে দলীয় ভাবে ব্যাবহার হতে দেইনা!!

এরচেয়ে মিথ্যাচার আর কি হতে পারে?

অবশ্য রাষ্ট্রপ্রতি খুনিদের ছেড়ে দিয়ে ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড করে ফেলছেন।

আর তার পদক তুলে দিচ্ছেন বিশ্বজিৎ কে হত্যা করার সময় মৌন্য সার্পোট দেওয়া পুলিশ কর্মকতাকে। সাধারণ জনগণ বলছে খুনিদের খুন করার পর প্রধান ভরসা যেন রাষ্ট্রপ্রতি হয়ে গেছে।

অথ্যাৎ খুন করলে ফাসি মাফ আর পিটাইলে নিশ্চিত পদক!

অবশ্য বড় বিনোদনটা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মখা!

তিনি বলেছেন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে রাজপথে পেটানোয় রাজধানীর লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন উর রশীদকে এবারে (২০১৩ সালের) পুলিশ পদকে ভূষিত করা হয়েছে। ডিসি হারুন স্বপ্রণোদিত হয়ে নিজের জীবন বাজি রেখে সেদিন বিরোধী দলের চিফ হুইপ ফারুকের নেতৃত্বে রাজপথের বিশৃঙ্খলা রুখে ছিল।

ভাবুন কতটা সত্যবাদি বলদ মন্ত্রীদের কবলে পড়েছে দেশ!

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File