দৈনিক আমার দেশকে বাচিয়ে রাখতে মাত্র দুই টাকা দিয়ে আসুন বাকশালের বিপক্ষে যুদ্ধে নিজেদের অংশ গ্রহন নিশিচত করি।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৭ এপ্রিল, ২০১৩, ০৯:৫৩:১৫ সকাল





দৈনিক আমার দেশের প্রেসে অন্যায় ভাবে তালা দিয়েছে সরকার। সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে সাজানো মামলায় রিমাণ্ড মঞ্জুর করে আদালতও প্রমাণ করছে তারা কেমন ন্যায় বিচার করে!

এই অবস্থায় পত্রিকাটির সংগ্রামী সাংবাদিকরা অনলাইনে তাদের যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। আমরা অনলাইনে আমারদেশ পড়তে পারছি।

কিন্তু সেখানে কোন বিজ্ঞাপন নেই। সরকারের ভয়ে কোন প্রতিষ্ঠানই আমার দেশে বিজ্ঞাপন দিতে পারছে না।

আমার দেশ আজ মাহমুদুর রহমানের মতই অসহয় ভাবে সিসিইউতে আছে।

এই অবস্থায় পত্রিকাটি মাত্র দুই টাকা করে গ্রাহকদের কাছ থেকে চাদা চেয়েছে।

দুই টাকা হিসেবে যেকোন মাসের বা বছরের টাকা আপনি জমা দিতে পারেন পত্রিকাটির ব্যাংক হিসেবে।

অনেকেই ভ্রু কুচকে বলবেন

অনলাইনে কোন পত্রিকাই তো টাকা দিয়ে পড়িনা, তাহলে আমারদেশ কে টাকা দিবো কেন?

এর উত্তর অনেক বড় হতে পারে তবে আমি তা বলছি না। শুধু বলবো আমার দেশ আপনার আমার কথা বলতে গিয়েই আজ এই চরম বিপদে পড়েছে।

অন্য পত্রিকার মত যদি স্রোতে গা ভাসিয়ে সরকারের পা চাটতো, তবে আর এত জুলুম সহ্য করতে হতো না।

আমার দেশ সাধারণ জনগনের অধিকার নিয়ে সোচ্চার, আমার দেশ সরকারের চুরি বাটপারী নিয়ে সাহস করে নিউজ করে যাচ্ছে। আমার দেশ বিচারের নামে প্রহশন কে জনগনের সামনে তুলে ধরেছে।

অনেকেই বলবেন আমারদেশ জামায়াত এবং বিএনপির টাকায় চলে।

তাদের জন্য বলবো আমারদেশের একজন পাঠক হিসেবে আমি এই গ্যারান্টি দিয়ে বলতে পারি ন্যায়ের পক্ষ ছাড়া আমার দেশ আর কারো পক্ষে ছিলনা।

প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমারদেশের পক্ষে দাড়াই। ন্যায়ের যুদ্ধে অন্যায়ের বিপক্ষে নিজেদের সামিল করি। মাত্র দুই টাকা দিয়ে আমার দেশের পাশে দাড়াই।

ইতিমধ্যেই আমার অনেক ফেসবুক আর ব্লগার বন্ধুরা দেশ বিদেশ থেকে ফোন করে মেল করে আমাকে জানিয়েছে যে তারা অবশ্যই এই যুদ্ধে তাদের অবদান রাখবে। আমার সেই সব বন্ধুদের ধন্যবাদ জানাই।

আমি ব্যাক্তিগত ভাবে চেষ্টা করছি যত বেশি সংখ্যক মানুষকে আমারদেশের পাশে দাড় করানো যায়।

আমি কখনোই পত্রিকাটির সাথে সরাসরি জড়িত নই। শুধুই একজন পাঠক। তবে ওখানে আমার কয়েক জন প্রিয় বন্ধুরা কাজ করে।

আমারদেশ বর্তমান সময়ের সবচেয়ে সাহসী এবং নির্ভিক পত্রিকা। আর তার সম্পাদক মাহমুদুর রহমান হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল আর সাহসী সম্পাদক।

এই সাহসি মানুষটা আজ জেলের চার দেয়ালে বন্দি, কিন্তু আমরা মুক্ত তাই আসুন আমরা সবাই আজ মাহমুদুর রহমান হয়ে যাই। মাহমুদুর রহমান এই পত্রিকাটির জন্য তার জীবনের সকল সম্পদ একে একে বিক্রি করে দিয়েছে। আমাদের তা করতে হবে না।

আমরা মাত্র দুই টাকা করে দিয়ে সুশীল মিডিয়াদের বুঝিয়ে দিবো আমার দেশ কোন দলের নয় গণমানুষের পত্রিকা। যত জুলুমেই করা হোক আমার দেশ এর পাশে তার পাঠকরা আছে।

আসুন দুইটাকা দিয়ে এই বাকসাল সরকারের নীল নকশা রুখে দেই।

বিষয়: বিবিধ

১৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File